ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

জহুরুল হক হল শাখা বাঁধন-এর নবীন বরণ ও রক্তদাতা সম্মাননা

২০২৪ ডিসেম্বর ০১ ১৬:৪৯:৪৭
জহুরুল হক হল শাখা বাঁধন-এর নবীন বরণ ও রক্তদাতা সম্মাননা

ঢাকা বিশ্ববিদ্যালয় শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ইউনিট বাঁধন-এর নবীন বরণ ও রক্তদাতা সম্মাননা শনিবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ইউনিট বাঁধন-এর সভাপতি মো. জয়নুল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠানে হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ফারুক শাহ, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন ও হল ইউনিট বাঁধন-এর উপদেষ্টা শিক্ষক মো. আনোয়ারুল আজিম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আসাদুজ্জামান। অনুষ্ঠানে বাঁধন হল ইউনিটের সর্বোচ্চ রক্তদাতাদের সম্মানিত করা হয় এবং সেরা বন্ধন কর্মীদের পুরস্কৃত করা হয়।

তারিক/

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে