ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

প্রধান উপদেষ্টার সঙ্গে হাইকমিশনারের সাক্ষাৎ

বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিতে আগ্রহী কানাডা

২০২৫ ফেব্রুয়ারি ০৪ ১৬:৫০:৪৯
বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিতে আগ্রহী কানাডা

ডুয়া নিউজ: বাংলাদেশ থেকে উত্তর আমেরিকায় পাচার হওয়া অর্থ উদ্ধারে কানাডার সহায়তা চেয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

আজ মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) ঢাকায় কানাডার হাইকমিশনার অজিত সিংয়ের সঙ্গে সাক্ষাতের সময় তিনি পাচারকৃত অর্থের শনাক্তকরণ, জব্দ এবং পুনরুদ্ধারে কানাডার সাহায্য প্রার্থনা করেন।

ড. ইউনূস বলেন, শেখ হাসিনার শাসনকালে রাজনীতিবিদরা বাংলাদেশ থেকে শত শত বিলিয়ন ডলার চুরি করে এবং সেই অর্থের একটি অংশ কানাডায় পাচার করা হয়েছে, যার মধ্যে টরন্টোর ‘বেগম পাড়া’ এলাকায় সম্পদ কেনা হয়েছে। তিনি দাবি করেন, এই অর্থ চুরি করা হয়েছে জনগণের কাছ থেকে, এবং তা পুনরুদ্ধারের জন্য কানাডার সহায়তা জরুরি।

কানাডার রাষ্ট্রদূত অধ্যাপক ইউনূসের সম্পদ পুনরুদ্ধারের প্রচেষ্টার প্রশংসা করেন এবং কানাডার সহায়তার আশ্বাস দেন। তিনি আরও বলেন, কানাডার সরকার পাচারকৃত অর্থ জব্দ করতে একটি প্রক্রিয়া গ্রহণ করেছে। পাশাপাশি কানাডা বাংলাদেশের গণতান্ত্রিক সংস্কার উদ্যোগকে সমর্থন জানায়।

অজিত সিং আরও বলেন, কানাডা বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণ এবং বিনিয়োগ বৃদ্ধিতে আগ্রহী। তিনি জানান, শীঘ্রই একজন কানাডিয়ান মন্ত্রী বাংলাদেশে আসবেন বাণিজ্য বিষয়ক আলোচনা করার জন্য।

অধ্যাপক ইউনূস তার নিউইয়র্ক সফরের স্মৃতিচারণ করে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে সাক্ষাতের কথা স্মরণ করেন। তিনি বলেন, বাংলাদেশ ব্যবসার জন্য প্রস্তুত এবং কানাডিয়ান কোম্পানিগুলোকে তাদের কারখানা বাংলাদেশে স্থানান্তর করার আহ্বান জানান। এছাড়া, বাংলাদেশে কানাডার ভিসা অফিস স্থাপনের প্রস্তাবও করেন।

এ সময় সিনিয়র সচিব এবং এসডিজি বিষয়ক প্রধান সমন্বয়কারী লামিয়া মোর্শেদও উপস্থিত ছিলেন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে