ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

চিত্রনায়িকা পপির বিরুদ্ধে জিডি

২০২৫ ফেব্রুয়ারি ০৪ ১৫:৪৭:২৩
চিত্রনায়িকা পপির বিরুদ্ধে জিডি

ডুয়া ডেস্ক : দীর্ঘদিন রূপালী পর্দার বাইরে একসময়ের ঢাকায় চলচিত্রের জনপ্রিয় নায়িকা সাদিকা পারভীন পপি। তবে আবারও খবরে এলেন তিনি।

জনপ্রিয় এই চিত্রনায়িকার বিরুদ্ধে খুলনা নগরীর সোনাডাঙ্গা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

জানা গেছে, পৈতৃক জমি দখলের চেষ্টার অভিযোগে তার বোন ফিরোজা পারভীন সোমবার (৩ ফেব্রুয়ারি) এ জিডি করেন।

জিডি সূত্রে জানা গেছে, পৈতৃক জমি দখলে নেওয়ার জন্য স্বামী আদনান উদ্দিন কামাল, কল্লোল মজুমদার ও শিপনসহ পপি গত ৩ ফেব্রুয়ারি দুপুর সাড়ে ১২টার দিকে শিববাড়ি এলাকার ভাড়াটিয়া বাড়ির সামনে যান। এতে বাধা দিলে পপি ও তার স্বামী ফিরোজা পারভীনকে হুমকি দেন।

স্থানীয়রা জানান, পপি ও তার স্বামী বর্তমানে খুলনায় অবস্থান করছেন।

জিডির বিষয়ে সোনাডাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, পারিবারিক বিষয় নিয়ে চিত্রনায়িকা পপির বোন থানায় একটি জিডি করেছেন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে