ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

অবসরের সিদ্ধান্ত করুণারত্নের

২০২৫ ফেব্রুয়ারি ০৪ ১৫:৩৪:১৮
অবসরের সিদ্ধান্ত করুণারত্নের

ডুয়া ডেস্ক : শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক দিমুথ করুণারত্নে অবসরের ঘোষণা দিয়েছেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্ট খেলে এমন ঘোষণা দিলেন তিনি।

অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজের ১০০ তম ম্যাচ খেলেই অবসরে যাবেন ৩৬ বছর বয়সী শ্রীলঙ্কান এই ওপেনার।

করুণারত্নে ২০১২ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তার টেস্টে অভিষেক হয়। ম্যাচের প্রথম ইনিংসে তিনি ০ রানে ফিরে গেলেও পরের ইনিংসে অপরাজিত ৬০ রান করেন। লঙ্কানরা ম্যাচটিতে জিতেছে ১০ উইকেটে। তবে শেষটা শুরুর মতো ভালো হয়নি করুণারত্নের। শেষ ৭ টেস্ট ম্যাচে মাত্র ১৮৩ রান করেন তিনি।

তবে শেষ এক দশকে করুণারত্নকে টেস্ট ক্রিকেটের সেরা ওপেনার বললেও ভুল হবেনা। ২০১৫ সালের পরে কোনো টেস্ট ব্যাটারই তার থেকে বেশি রান করতে পারেননি। এই ১০ বছরে টেস্টে তার শতক ১৫ টি। যা ওপেনারদের মধ্যে যুগ্মভাবে সর্বোচ্চ। এমনকি ২০১৫ সালে থেকে এ পর্যন্ত টেস্ট ওপেনারদের মধ্যে সবথেকে বেশি ৩৪টি হাফ-সেঞ্চুরি করেছেন তিনি।

আইসিসির বর্ষসেরা টেস্ট একাদশেও ৩ বার জায়গা করে নেন করুণারত্নে। যা টেস্ট ইতিহাসে ওপেনারদের মধ্যে সর্বোচ্চ।

টেস্টে ৯৯ ম্যাচে ৩৯.৪ গড়ে ৭১৭২ রান করেছেন তিনি। তার নামের পাশে আছে ১৬ টি সেঞ্চুরি। ২০২১ সালে বাংলাদেশের বিপক্ষে ২৪৪ রানের ইনিংস তার টেস্ট ক্যারিয়ারের সর্বোচ্চ।

৬ ফেব্রুয়ারী অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্ট খেলতে নামবে শ্রীলঙ্কা। করুণারত্নে ইতোমধ্যেই বোর্ডকে জানিয়ে দিয়েছেন তার অবসরের কথা। এই ম্যাচ পর শ্রীলঙ্কার জাতীয় দলের জার্সিতে আর দেখা যাবেনা তাকে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে