ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

মার্কিন পণ্যের ওপর ১৫ শতাংশ শুল্ক আরোপ করলো চীন

২০২৫ ফেব্রুয়ারি ০৪ ১৪:৪১:৪৯
মার্কিন পণ্যের ওপর ১৫ শতাংশ শুল্ক আরোপ করলো চীন

ডুয়া নিউজ: ওয়াশিংটন আমদানিকৃত চীনা পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ করার সঙ্গে সঙ্গেই বেইজিংও আমদানিকৃত মার্কিন পণ্যের ওপর ১৫ শতাংশ শুল্ক আরোপ করেছে। মঙ্গলবার থেকে এই শুল্ক কার্যকর হয়েছে বলে জানিয়েছে রয়টার্স।

গত ২০ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শপথ গ্রহণের আগে থেকেই চীন, কানাডা এবং মেক্সিকো থেকে আমদানির উপর শুল্ক আরোপের হুমকি দিয়ে আসছিলেন। শপথ গ্রহণের পর তিনি ঘোষণা করেন যে, কানাডা ও মেক্সিকোর পণ্যের ওপর ২৫ শতাংশ এবং চীনা পণ্যের ওপর ১০ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপ করা হবে।

দ্রুততার সাথে সিদ্ধান্ত নেন ট্রাম্প। সোমবার তিনি কানাডা ও মেক্সিকোর পণ্যের ওপর শুল্ক আরোপ এক মাসের জন্য স্থগিত করেন। তবে চীনা পণ্যের ক্ষেত্রে তা বজায় রেখে আন্তর্জাতিক সময় মঙ্গলবার রাত ১২ টা ১ মিনিট থেকে যুক্তরাষ্ট্রে আমদানিকৃত সব চীনা পণ্যের ওপর ১০ শতাংশ অতিরিক্ত শুল্ক কার্যকর হয়।

যুক্তরাষ্ট্রে এই বর্ধিত শুল্ক কার্যকর হওয়ার কয়েক মিনিটের মধ্যে বেইজিংও যুক্তরাষ্ট্রের কয়লা ও এলএনজি গ্যাসের ওপর ১৫ শতাংশ এবং অপরিশোধিত তেল, কৃষির যন্ত্রপাতি ও গাড়ির ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ করে।

চীনের অর্থ মন্ত্রণালয় একটি বিবৃতিতে জানিয়েছে, তারা ইতোমধ্যে গুগল মালিক অ্যালফাবেটের বিরুদ্ধে একচেটিয়া ব্যবসার তদন্ত শুরু করেছে এবং বেশ কিছু মার্কিন ব্র্যান্ডকে ‘সন্দেহভাজন ও অনির্ভরযোগ্য’ তালিকায় অন্তর্ভুক্ত করেছে।

অন্য একটি বিবৃতিতে চীনের বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, টাংস্টেন, টেলুরিয়াম, মলিবডেনাম এবং রুথেনিয়াম যুক্তরাষ্ট্রে রপ্তানির ক্ষেত্রে নিয়ন্ত্রণ আরোপ করা হবে। কারণ এই ধাতুগুলো চীন মার্কিন যুক্তরাষ্ট্রে রপ্তানি করে।

এর আগে ট্রাম্পের প্রথম মেয়াদে ২০১৮ সালে বাণিজ্য যুদ্ধ শুরু হয়েছিল। তখন যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে আমদানি-রপ্তানির ভারসাম্যহীনতা ছিল প্রধান কারণ। প্রতিবছর চীন যুক্তরাষ্ট্রে শত শত কোটি ডলারের পণ্য রপ্তানি করে কিন্তু বিপরীতে মার্কিন পণ্যের রপ্তানি উল্লেখযোগ্যভাবে কম।

এইবারের শুল্ক আরোপের প্রধান কারণ ফেন্টানিল। হেরোইনের চেয়ে ৫০ গুণ শক্তিশালী এই মাদক যুক্তরাষ্ট্রে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে এবং প্রতিদিন শতাধিক মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে। ফেন্টানিল তৈরির উপাদান চীন থেকে আসে।

ট্রাম্পের অভিযোগ, চীন যুক্তরাষ্ট্রকে অভ্যন্তরীণভাবে ধ্বংস করার জন্য ফেন্টানিল পাঠাচ্ছে। তিনি সোমবার বলেন, “চীন যদি যুক্তরাষ্ট্রে ফেন্টানিল পাঠানো বন্ধ না করে তাহলে ভবিষ্যতে দেশটির রপ্তানি পণ্যের ওপর আরও বেশি শুল্ক ধার্য করা হবে।”

বেইজিং এর জবাবে বলেছে, ফেন্টানিল যুক্তরাষ্ট্রের সমস্যা এবং এ বিষয়ে চীনের কোনো মন্তব্য বা পদক্ষেপ নেই। তারা ট্রাম্পের শুল্ক আরোপের বিরুদ্ধে জাতিসংঘের অঙ্গসংগঠন এবং আন্তর্জাতিক বাণিজ্যের নিয়ন্ত্রণ সংস্থা ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে লিখিত অভিযোগ করার পরিকল্পনা করছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে