ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

১ ঘণ্টার মধ্যেই শেষ ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট

২০২৫ ফেব্রুয়ারি ০৪ ১৪:১৬:২১
১ ঘণ্টার মধ্যেই শেষ ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট

ডুয়া নিউজ: চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপ বাছাইয়ের পর থেকেই ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে আলোচনা চলছে। দুই দল একই গ্রুপে থাকায় এ পর্বেই তাদের মধ্যে ডে প্রতিযোগিতা হবে তা নিয়ে উন্মাদনা তৈরি হয়েছে। আর ম্যাচটি হাইব্রিড মডেলের আওতায় দুবাইয়ে অনুষ্ঠিত হবে।

আগামী ২৩ ফেব্রুয়ারি দুবাই স্টেডিয়ামে জনপ্রিয় এ ম্যাচটি অনুষ্ঠিত হবে। ম্যাচের টিকিট বিক্রির খবর আসতেই মাত্র এক ঘণ্টার মধ্যে সব টিকিট সোল্ড আউট হয়ে গেছে।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, শুধুমাত্র ভারত-পাকিস্তান ম্যাচের টিকিটই নয়। সেইসঙ্গে বাংলাদেশসহ বিভিন্ন ম্যাচের টিকিটও অল্প সময়ের মধ্যে বিক্রি হয়ে গেছে।

এমন দৃশ্য আইসিসির আগের বেশকিছু টুর্নামেন্টে দেখা গেছে। রাজনৈতিক দ্বন্দ্ব, অতীতের প্রতিযোগিতা এবং সীমিত সংখ্যক ম্যাচের কারণে এই ম্যাচের প্রতি ভক্তদের আগ্রহ দিন দিন বেড়েই চলেছে।

দুবাইয়ের স্থানীয় সময় অনুযায়ী সোমবার বিকেল চারটায় টিকিট বিক্রি শুরু হয়। শুরুতেই লাইনে ভক্তরা দাঁড়িয়ে ছিলেন কিন্তু খুব শীঘ্রই সেই টিকিট শেষ হয়ে যায়। একজন সমর্থক জানান, "আমি জানতাম লাইন দীর্ঘ হবে কিন্তু এতো দ্রুত টিকিট শেষ হয়ে যাবে। সেটা সত্যিই অবাক করার মতো ছিল।"

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে