ঢাকা, সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

ইবাদত বয়ান জিকিরে মুখর ইজতেমা প্রাঙ্গণ, কাল আখেরি মোনাজাত

২০২৫ ফেব্রুয়ারি ০৪ ১৩:০৬:১৩
ইবাদত বয়ান জিকিরে মুখর ইজতেমা প্রাঙ্গণ, কাল আখেরি মোনাজাত

ডুয়া নিউজ: তুরাগ তীরে ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ চলমান। ইবাদত-বন্দেগি, বয়ান ও জিকিরে মুখরিত এ প্রাঙ্গণ। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) ফজরের নামাজের পর থেকেই শুরু হয়েছে বয়ান, চলছে খেদমত।

সোমবার বাদ ফজর থেকে শুরু হয় আনুষ্ঠানিক কার্যক্রম। ধর্মপ্রাণ মুসল্লিদের সঙ্গে আছেন তাবলীগ জামাতের মুরুব্বিরা এবং তাবলীগের চিল্লার সাথীরা।

মুসল্লিরা জানিয়েছেন, এই বৃহৎ ধর্মীয় সম্মেলনে অংশগ্রহণ তাদের ঈমানকে আরও মজবুত করে তোলে এবং আল্লাহর একত্ব এবং মুহাম্মদের নবুওয়াতের ওপর বিশ্বাস স্থাপন সহজ হয়ে যায়।

প্রথম পর্বের দ্বিতীয় ধাপে অংশ নিচ্ছেন দেশের ২২ জেলার ধর্মপ্রাণ মুসলমানরা। আগামীকাল অনুষ্ঠিত হবে আখেরি মোনাজাত। তারপরে ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে সাদপন্থিদের ইজতেমা।

এদিকে ইজতেমা ময়দানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সিসি ক্যামেরা, ওয়াচ টাওয়ার ও ড্রোনের মাধ্যমে পুরো ময়দান নজরদারিতে রাখা হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষার জন্য বাহিনী নিয়মিত পেট্রোলিং করছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) আখেরি মোনাজাতের মাধ্যমে প্রথম পর্বের দ্বিতীয় ধাপ শেষ হবে এবং তার পর আটদিন বিরতির পর ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হবে দ্বিতীয় পর্ব যা ১৬ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে।

এর আগে রোববার (২ ফেব্রুয়ারি) গভীর আকুতিপূর্ণ মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় তাবলীগ জামাতের ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপ। যেখানে দেশ ও বিদেশে থেকে প্রায় লক্ষাধিক ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে