ঢাকা, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি ২০২৫, ২১ মাঘ ১৪৩১

মেডিকেলে কোটায় উত্তীর্ণদের ভর্তি কার্যক্রম স্থগিত

২০২৫ ফেব্রুয়ারি ০৩ ২১:২১:১৫
মেডিকেলে কোটায় উত্তীর্ণদের ভর্তি কার্যক্রম স্থগিত

ডুয়া নিউজ: ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ব্যাচেলর অব মেডিসিন ও ব্যাচেলর অব সার্জারিতে (এমবিবিএস) ভর্তি পরীক্ষায় কোটায় উত্তীর্ণদের ভর্তি কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত রাখা হয়েছে। এই সিদ্ধান্তটি সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজগুলোর জন্য প্রযোজ্য।

আজ সোমবার (০৩ ফেব্রুয়ারি) দুপুরে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পরবর্তী উপদেষ্টা পরিষদের সভার সিদ্ধান্ত আসার পরই এই ভর্তির বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

এর আগে গত বৃহস্পতিবার ২০২৪-২৫ শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ, ইউনিটগুলোকে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনার সন্তানদের জন্য সংরক্ষিত ৫ শতাংশ আসনে শিক্ষার্থী ভর্তির বিষয়ে উপদেষ্টা পরিষদের সভায় আলোচনা হয়। আগামী সভায় এ ব্যাপারে সিদ্ধান্ত আসতে পারে।

গত ১৭ জানুয়ারি সারাদেশে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে মোট ১ লাখ ৩১ হাজার ৭২৯ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিল, তাদের মধ্যে ৬০ হাজার ৯৫ জন উত্তীর্ণ হয়েছেন। পাসের হার ছিল ৪৫.৬২ শতাংশ। মুক্তিযোদ্ধা কোটায় মোট ২৬৯টি আসন রয়েছে, যার মধ্যে ১৯৩ জন উত্তীর্ণ হয়েছেন।

ভর্তি পরীক্ষার ফল প্রকাশের পর মুক্তিযোদ্ধা কোটার প্রার্থীরা কম নম্বর পাওয়ার পরেও ভর্তির জন্য নির্বাচিত হওয়ায় সমালোচনা ওঠে। ফল প্রকাশের রাতেই ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ করে এবং ফল বাতিলের দাবি জানান। পরদিনও বিক্ষোভ হয়। পরিস্থিতি নিয়ে ২০ জানুয়ারি স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর বৈঠক করে।

পরে, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়) অধ্যাপক ডা. সায়েদুর রহমান সাংবাদিকদের জানান, এমবিবিএস ভর্তি পরীক্ষায় মুক্তিযোদ্ধা কোটা বাতিলের সিদ্ধান্ত রাষ্ট্রের, স্বাস্থ্য মন্ত্রণালয়ের নয়।

নিয়ম অনুযায়ী, কোটায় উত্তীর্ণদের কাগজপত্র যাচাইয়ের জন্য ডাকে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। গত ২৭, ২৮ ও ২৯ জানুয়ারি সব কাগজ যাচাই বাছাই করা হয়। তবে কোটায় উত্তীর্ণ একাধিক শিক্ষার্থী কাগজপত্র জমা দেননি।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর



রে