ঢাকা, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি ২০২৫, ২১ মাঘ ১৪৩১

গ্রিসের দ্বীপে দুইশোর বেশি ভূমিকম্প

২০২৫ ফেব্রুয়ারি ০৩ ২০:২২:২৫
গ্রিসের দ্বীপে দুইশোর বেশি ভূমিকম্প

ডুয়া ডেস্ক: গ্রিসের সান্তোরিনি ও আমোরগোস দ্বীপে গত চার দিনে দুইশোরও বেশি ভূমিকম্প সংঘটিত হয়েছে। এর মধ্যে সবচেয়ে শক্তিশালী ছিল ৪.৬ মাত্রার। ভূমিকম্পের কারণে সান্তোরিনিসহ আমোরগোস, লোস এবং আনাফির স্কুলগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে বিমান সংস্থাগুলো অতিরিক্ত ফ্লাইট চালু করেছে।

আজ সোমবার (৩ ফেব্রুয়ারি) সান্তোরিনিতে ৪ মাত্রার বেশ কয়েকটি ভূমিকম্প হয়েছে। সংবাদ সংস্থা সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এদিকে গ্রিসের বিমান সংস্থা এজিয়ান এয়ারলাইন্স সান্তোরিনিতে সোমবার দুটি ও মঙ্গলবার একটি বাড়তি ফ্লাইট পরিচালনার ঘোষণা দিয়েছে। দ্বীপের বাসিন্দা ও পর্যটকরা যেন সরে যেতে পারেন সেজন্য এমন সিদ্ধান্ত নিয়েছে তারা।

তবে সান্তোরিনির মেয়র নিকোস জোরজোস জানিয়েছেন, দ্বীপ ছাড়ছেন যেসব মানুষ, তারা বেশিরভাগই মৌসুমী শ্রমিক, স্থানীয়রা সেখানেই রয়েছেন।

সান্তোরিনি দ্বীপটি হেলানিক ভলকানো আর্কের অংশ। এখানে প্রায়ই ভূমিকম্প ঘটে। এর আগে ১৯৫৬ সালে একটি বড় ভূমিকম্পে ৭.৫ মাত্রার শক্তি অনুভূত হয়েছিল, যা ৮০ ফুট উঁচু সুনামি সৃষ্টি করেছিল। তবে বর্তমানে আগ্নেয়গিরি সক্রিয় হওয়ার কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

টেকটোনিক প্লেট নড়াচড়ার কারণে সেখানে এত বেশি ভূমিকম্প হচ্ছে। এ মুহূর্তে কোনো আগ্নেয়গিরি সক্রিয় হওয়ার সম্ভাবনা নেই। ২০১১ ও ২০১২ সালেও সেখানে ভূমিকম্পের সংখ্যা বেড়েছিল। কিন্তু কোনো ধরনের অগ্ন্যুৎপাত হয়নি বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে