ঢাকা, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি ২০২৫, ২১ মাঘ ১৪৩১

সীমান্তে ৪ বাংলাদেশিকে আটক করল বিএসএফ

২০২৫ ফেব্রুয়ারি ০৩ ১৬:৫৫:২৬
সীমান্তে ৪ বাংলাদেশিকে আটক করল বিএসএফ

ডুয়া নিউজ: গত বছরের ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই ভারতের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক টানাপোড়েন চলছে। পাশাপাশি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক বেড়া দেওয়া নিয়েও চলছিল উত্তেজনা। এর মধ্যেই চাঁপাইনববাগঞ্জের গোমস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্ত এলাকা থেকে চার বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ।

আজ সোমবার (৩ জানুয়ারি) ভোরে উপজেলার রোকনপুর সীমান্তে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন গোমস্তপুর উপজেলার রাধানগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. মতিউর রহমান। তিনি বলেন, ভারতে প্রবেশের সময় চার বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ। এ বিষয়ে আমরা বিজিবির সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি।

আটক চার বাংলাদেশি হলেন, গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের রোকনপুর এলাকার মাহবুল আলমের ছেলে মো. মুকুল, মোশারফের ছেলে আলিশ, ইসাহাকের ছেলে দুরুল হোদা এবং মতি রাংগালের ছেলে মো. বাবু।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার ভোরের দিকে রোকনপুর বিওপির সীমান্ত দিয়ে অবৈধভাবে চার বাংলাদেশি গরু আনার জন্য ভারতে প্রবেশ করেন। এ সময় বিএসএফ তাদেরকে আটক করে নিয়ে যায়।

এ বিষয়ে বিজিবির এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, ৪ বাংলাদেশিকে আটকের বিষয়ে তারা কিছুই জানেন না।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে