ঢাকা, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি ২০২৫, ২১ মাঘ ১৪৩১

উৎসবমুখর পরিবেশে ঢাবি জগন্নাথ হলে উৎযাপিত হচ্ছে সরস্বতী পূজা

২০২৫ ফেব্রুয়ারি ০৩ ১৬:৩৮:১৭
উৎসবমুখর পরিবেশে ঢাবি জগন্নাথ হলে উৎযাপিত হচ্ছে সরস্বতী পূজা

ডুয়া নিউজ: আজ সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব সরস্বতী পূজা আজ। প্রতি বছরের ন্যায় এবারও বিদ্যার দেবী সরস্বতীর আরাধনায় দেশের সর্ববৃহৎ পূজা মণ্ডপ তৈরি করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলে। জগন্নাথ হল প্রশাসন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের মোট ৭৪টি মণ্ডপে এবার পূজা পালন হচ্ছে।

আজ সোমবার (৩ ফেব্রুয়ারি) সরেজমিনে জগন্নাথ হল প্রাঙ্গণ ঘুরে দেখা যায় রঙবেরঙে সাঁজানো হয়েছে বিদ্যার দেবী সরস্বতীকে। পূজায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছেন হাজার হাজার পুণ্যার্থী। সনাতন ধর্মাবলম্বীদের পাশাপাশি মুসলমানরাও অংশ নিয়েছেন সেখানে। বেশ উৎসবমুখর পরিবেশে আয়োজিত হতে যাচ্ছে এবারের সরস্বতী পূজা।

জগন্নাথ হলের মাঠের মাঝখান ফাঁকা রেখে চারপাশে পূজামণ্ডপ বসিয়েছে ঢাবির বিভিন্ন বিভাগ এবং ইনস্টিটিউট। মোট ৭৪টি মণ্ডপ তৈরি করা হয়েছে জগন্নাথ হলের মাঠে। মণ্ডপগুলো সাজানো হয়েছে প্রতিটি বিভাগের নিজস্ব সৃজনশীল কারুকাজের সাজে।

এছাড়াও জগন্নাথ হলের উপাসনালয় মাঠ সংলগ্ন পুকুরে স্থাপন করা হয়েছে সরস্বতির সবচেয়ে বড় প্রতিমা। চারুকলা অনুষদের শিক্ষার্থীদের বানানো এই প্রতিমা প্রতি বছর পুণ্যার্থীদের নজর কাড়ে। এবারও তার ব্যাতিক্রম হয়নি। বাঁশ-বেতের বিভিন্ন অংশজুড়ে দিয়ে প্রতিমা বানানো হলেও সৃজনশীল সাজসজ্জার কমতি নেই।

এছাড়াও হলের অভ্যন্তরে দর্শনার্থী শিশু-কিশোরদের চিত্তবিনোদন উপযোগী বেশ কিছু রাইড, খেলনা ও খাবার দোকানের ব্যবস্থাও রাখা হয়েছে। আগত পুণ্যার্থীদের সার্বক্ষণিক সহযোগিতার জন্য বেশ কয়েকজন স্বেচ্ছাসেবী নিয়োজিত আছেন মণ্ডপে।

আজ সকাল ৯টা থেকে সব মণ্ডপে পূজা শুরু হয়েছে। এরপর বেলা ১১টায় শুরু হয় অঞ্জলি দেওয়া। এর আগে গতকাল প্রতিমা স্থাপন করেন জগন্নাথ হল প্রশাসন ও শিক্ষার্থীরা।

জগন্নাথ হল ছাড়াও মেয়েদের পাঁচটি হলেও আয়োজন করা হয়েছে সরস্বতী পূজার। সাধারণ শিক্ষার্থীদের জন্য কিছু সময়ের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় মেয়েদের হলের গেট।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিশ্ববিদ্যালয় এর সর্বশেষ খবর

বিশ্ববিদ্যালয় - এর সব খবর



রে