ঢাকা, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি ২০২৫, ২১ মাঘ ১৪৩১

বিপিএল

৩ বিদেশি ক্রিকেটারও বাঁচাতে পারল না রংপুরকে

২০২৫ ফেব্রুয়ারি ০৩ ১৬:২৫:৪৯
৩ বিদেশি ক্রিকেটারও বাঁচাতে পারল না রংপুরকে

ডুয়া নিউজ: চলতি বিপিএলে দারুণ শুরু করেছিল রংপুর রাইডার্স। তাদের এক সময়কার উজ্জ্বল সূচনা শেষ পর্যন্ত বিষাদময় পরিণতিতে রূপ নিল। টানা ৮ ম্যাচ জিতে প্লে অফ নিশ্চিত করার পর শেষ ম্যাচগুলো হারতে থাকে। টানা চার ম্যাচ হারলেও প্লে-অফ নিশ্চিত করে দলটি। তবে হারের ধারা অব্যাহত রেখেই প্লে-অফ শেষ করল রাইডার্স।

আজ সোমবার (০৩ ফেব্রুয়ারি) এলিমিনেটরে 'ডু অর ডাই' ম্যাচে মাঠে নামার আগে স্কোয়াডের শক্তি বাড়ায় রংপুর। নতুন করে তিন বিদেশি তারকাকে উড়িয়ে আনা হয়। আন্দ্রে রাসেল-টিম ডেভিডদের অন্তর্ভুক্তিতে ফেভারিট তকমা নিয়েই আজ মাঠে নেমেছিল রাইডার্সরা। তবে মাঠের পারফরম্যান্সে সেটার কোনো ছাপই রাখতে পারল না তারা।

খুলনা টাইগার্সের স্পিন আক্রমণের সামনে রংপুরের ব্যাটাররা চরম বিপর্যয়ের মুখে পড়ে। নাসুম আহমেদ আর মেহেদি হাসান মিরাজের দুর্দান্ত স্পিনের সামনে ব্যাটাররা যেন একেবারেই অসহায়। প্রথম পাঁচ ব্যাটারের কেউই দুই অঙ্কে পৌঁছাতে পারেননি। ম্যাচ শেষে দেখা গেল মাত্র দুই ব্যাটারই ডাবল ফিগারে পৌঁছাতে সক্ষম। এর ফলস্বরূপ এলিমিনেটরে বিদায় নিতে হলো রাইডার্সদের। আর খুলনা টাইগার্স ৯ উইকেটের জয় নিয়ে কোয়ালিফায়ারে পা রেখেছে।

মিরপুরে এদিন খুলনা টাইগার্সের বিপক্ষে টস জিতে ব্যাট করতে নেমে মাত্র ৮৫ রানেই গুঁটিয়ে যায় নুরুল হাসান সোহানের রংপুর।

জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১ উইকেট হারিয়ে ১০ ওভার দুই বলেই জয় পেয়ে যায়।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে