ঢাকা, সোমবার, ৩ ফেব্রুয়ারি ২০২৫, ২১ মাঘ ১৪৩১

পুঁজিবাজারে কারসাজি : পাঁচ মাসে ৭২২ কোটি টাকা জরিমানা

২০২৫ ফেব্রুয়ারি ০৩ ১৪:৩৬:২৩
পুঁজিবাজারে কারসাজি : পাঁচ মাসে ৭২২ কোটি টাকা জরিমানা

ডুয়া নিউজ : গত ৫ মাসে পুঁজিবাজারে কারসাজির অভিযোগে ৭২২ কোটি টাকা জরিমানা করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। তবে জরিমানার এক টাকাও আদায় হয়নি।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, আইনের মারপ্যাঁচ ও দীর্ঘসূত্রতায় এসব জরিমানা আদায় সম্ভব নয়।

আওয়ামীলীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেন অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এরপর পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয় খন্দকার রাশেদ মাকসুদকে। বাজারে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে পুঁজিবাজারের কারসাজি চিহ্নিত করে শাস্তির আওতায় আনার উদ্যোগ নেয় কমিশন।

এরই ধারাবাহিকতায় ওরিয়ন ফার্মা, ওরিয়ন ইনফিউশনসহ ১১টি কোম্পানির শেয়ার কারসাজির প্রমাণ মেলে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে। অনিয়ম চিহ্নিত হওয়ায় তাদেরকে রেকর্ড ৭২২ কোটি টাকা জরিমানা করে বিএসইসি।

আইন অনুযায়ী আদেশ জারি হওয়ার ৯০ দিনের মধ্যে রিভিশনের সুযোগ রয়েছে। রিভিউতে জরিমানা বহাল থাকলে, সে ক্ষেত্রে হাইকোর্টে রিট করারও সুযোগ পান অভিযুক্তরা।

বিএসইসির মুখপাত্র রেজাউল করিম বলেন, ‘কমিশন আগের জরিমানা যেটা করল সেটা যদি রিভিউতে বহাল রাখে সেক্ষেত্রে হাইকোর্টে রিট করতে পারে এটা একটা তার ফান্ডামেন্টাল রাইট। এ পর্যন্ত সে যেতে পারে। আর এর মধ্যে জরিমানার টাকা যদি আদায় না হয় তাহলে তাদের বিরুদ্ধে সার্টিফিকেট কেস করা হয়।’

বিনিয়োগকারী সম্মিলিত পরিষদের সভাপতি আ ন ম আতাউল্লাহ নাঈম বলেন, ‘আইনগতভাবে সে যদি হাইকোর্টে একটি রিট করে দেয় তাহলে এটা ঝুলে যাবে। এর অর্থ হলো যে বাজারের ওপর বিনিয়োগকারীদের এক অনাস্থার জায়গা তৈরি হওয়া।’

বিএসইসির মুখপাত্র রেজাউল করিম বলেন, ‘আইন পরিপালন নিশ্চিত করা হবে। আমরা মনে করি, এর মাধ্যমে বাজারে স্বচ্ছতা, জবাবদিহিতা, সুশাসন অনেক বেশি প্রতিষ্ঠিত হবে এবং এর মাধ্যমে বিনিয়োগকারীদের মধ্যেও আস্থা বৃদ্ধি পাবে।’

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে