ঢাকা, সোমবার, ৩ ফেব্রুয়ারি ২০২৫, ২১ মাঘ ১৪৩১

মাউশির ডিজি পদে বিতর্কিত অধ্যক্ষের চমকপ্রদ নিয়োগ

২০২৫ ফেব্রুয়ারি ০৩ ১১:৫২:৫৩
মাউশির ডিজি পদে বিতর্কিত অধ্যক্ষের চমকপ্রদ নিয়োগ

ডুয়া ডেস্ক : মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) নতুন মহাপরিচালক (চলতি দায়িত্বে) হিসেবে পদায়ন করেছে শিক্ষা মন্ত্রণালয়। এ পদে নিয়োগ পেয়েছেন বির্তকিত অধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ এহতেশামুল হক। তার বিরুদ্ধে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও অসদাচরণের অভিযোগ রয়েছে।

রোববার (০২ ফেব্রুয়ারি) মাউশির নতুন মহাপরিচালক হিসেবে তাকে পদায়ন করেছে শিক্ষা মন্ত্রণালয়। একই দিনে জাতীয় শিক্ষা ব্যবস্থপনা একাডেমি (নায়েম) মহাপরিচালক পদে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মো. জুলফিকার। তার বিরুদ্ধেও এই ধরনের অভিযোগ উঠেছে।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর ১০ নভেম্বর অধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ এহতেশামুল হকের বিরুদ্ধে নানা দুর্নীতির অভিযোগে আন্দোলন নামেন বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা।

এ ঘটনার পর শিক্ষার্থীদের দেওয়া এক সপ্তাহের আলটিমেটাম পেরোনোর আগেই ১৪ নভেম্বর এই অধ্যক্ষকে পটুয়াখালী সরকারি কলেজে রসায়ন বিভাগের অধ্যাপক পদে বদলি করে শিক্ষা মন্ত্রণালয়। এছাড়া শিক্ষা ক্যাডারের ১৪ ব্যাচের এই কর্মকর্তা আওয়ামী লীগ সরকারে সবচেয়ে সুবিধাভোগী ও আস্থাভাজন।

শিক্ষাপ্রশাসনে শীর্ষ এই দুই নিয়োগ নিয়ে বেশ বির্তক শুরু হয়েছে। এদিকে জাতীয় নাগরিক কমিটি ও বৈষাম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়ক এর প্রতিবাদ জানিয়েছেন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে