ঢাকা, সোমবার, ৩ ফেব্রুয়ারি ২০২৫, ২০ মাঘ ১৪৩১

ইতালিতে কঠোর হচ্ছে অভিবাসন নীতি, আতঙ্কে অবৈধ বাংলাদেশিরা

২০২৫ ফেব্রুয়ারি ০৩ ০০:৩৭:৪২
ইতালিতে কঠোর হচ্ছে অভিবাসন নীতি, আতঙ্কে অবৈধ বাংলাদেশিরা

ডুয়া নিউজ: ইউরোপের উদারনীতির দেশ হিসাবে খ্যাত ইতালির অভিবাসন নীতিও ক্রমশ কঠোর হতে চলেছে।

সম্প্রতি ভূমধ্যসাগর থেকে উদ্ধার হওয়া অভিবাসীদের আলবেনিয়ার আশ্রয়কেন্দ্রে পাঠানো হলেও, আদালতের নির্দেশে ৪৩ জন অভিবাসীকে পুনরায় ইতালিতে ফেরত পাঠানো হয়েছে, যাদের মধ্যে কিছু প্রবাসী বাংলাদেশিও রয়েছেন।

এই পরিস্থিতির মধ্যে ইতালিতে বসবাসরত অবৈধ বাংলাদেশিদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। দেশটিতে কর্মরত প্রায় ২ লক্ষাধিক নিয়মানুযায়ী ও অবৈধ বাংলাদেশি প্রবাসী আতঙ্কিত হয়ে পড়ছেন।

এতোদিন ইতালী প্রবাসী বাংলাদেশিদের জন্য মানবিক দেশ হিসেবে পরিচিত ছিল। কিন্তু অভিবাসন নীতির এই পরিবর্তনে তাদের উদ্বেগ বেড়ে গেছে। চুক্তি অনুযায়ী, ইতালি যে কোন সময় পুনরায় এই কঠোর পদক্ষেপ গ্রহণ করতে পারে।

আইন বিশেষজ্ঞরা জানিয়েছেন, ইতালির সরকারের নতুন পরিকল্পনা নিয়ে উদ্বিগ্ন না হয়ে আইনি পদক্ষেপ গ্রহণের পরামর্শ দেওয়া হচ্ছে।

বাংলাদেশ ইমিগ্র্যান্টস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ড. মুক্তার হোসেন বলেন, “বর্তমান পরিস্থিতি ইতালিতে বসবাসরত অনিয়মিত বাংলাদেশিদের জন্য উদ্বেগজনক।”

তিনি বলেন, “ইউরোপীয় ইউনিয়নের এই দেশে আইন এবং মানবাধিকারের নিশ্চয়তা অনেকদিনের। তাই আতঙ্কিত না হয়ে আইনের সহায়তা নেওয়ার চেষ্টা করা উচিৎ।”

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে