ঢাকা, রবিবার, ২ ফেব্রুয়ারি ২০২৫, ২০ মাঘ ১৪৩১

মাটির নিচে ক্ষেপণাস্ত্রের শহর ইরানের

২০২৫ ফেব্রুয়ারি ০২ ২২:০৩:৫০
মাটির নিচে ক্ষেপণাস্ত্রের শহর ইরানের

ডুয়া ডেস্ক: ইরান নিজেদের সামরিক শক্তি আরও একবার দেখিয়ে দিলো। নতুন ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করেছে দেশটি। এই ক্ষেপণাস্ত্র শহরে শত শত ক্ষেপণাস্ত্র মজুদ রয়েছে বলে জানা গছে।

সংবাদমাধ্যম টাইমস অফ ইসরাইল জানায় যে, ইরানের দক্ষিণ উপকূলে একটি ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র স্থাপনা উন্মোচন করেছে ইসলামিক রেভোলুশনারি গার্ড কর্পসের নৌবাহিনী শাখা। এই শহরটি প্রতিপক্ষের গোয়েন্দা নজরদারি এড়িয়ে সফলভাবে গড়ে তোলা হয়েছে।

ক্ষেপণাস্ত্র শহরের মধ্যে শত শত ক্রুজ ক্ষেপণাস্ত্র রয়েছে যা শত্রুপক্ষের ইলেক্ট্রিক ওয়ারফেয়ার (বিদ্যুৎযন্ত্র) ধ্বংস করতে সক্ষম।

ইসরাইলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইল জানায় যে, ইরানের নতুন ক্ষেপণাস্ত্র ভাণ্ডার উন্মোচনের পর উদ্বেগ জানিয়েছে ইসরায়েলের সংবাদমাধ্যমগুলো। টাইমস অব ইসরায়েলের খবরে বলা হয়েছে যে, ইরান যে ক্ষেপণাস্ত্র প্রকাশ্যে এনেছে তার পাল্লা ১৭শ কিলোমিটার। এটি সরাসরি তেল আবিবে আঘাত হানতে পারবে।

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছে পশ্চিমা দেশ গুলো।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে