ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১

সাড়ে ২২ হাজার কোটি টাকা ছাপানোকে ‘আত্মঘাতী’ বললো আইএমএফ

২০২৪ ডিসেম্বর ১১ ২১:৫২:৪৩
সাড়ে ২২ হাজার কোটি টাকা ছাপানোকে ‘আত্মঘাতী’ বললো আইএমএফ

ডুয়া নিউজ: আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) প্রতিনিধিদল উচ্চ মূল্যস্ফীতির মধ্যেও বাংলাদেশে ব্যাংক খাতের দুর্বলতার বিরুদ্ধে নেওয়া পদক্ষেপগুলোকে ‘আত্মঘাতী’ বলে আখ্যায়িত করেছেন। তারা দুর্বল কেন্দ্রীয় ব্যাংক নির্দেশনা ও দায়িত্বহীন পরিদর্শনের কারণে ভুয়া কাগজপত্রের মাধ্যমে অর্থ পাচারের ঘটনা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।

আইএমএফের প্রতিনিধিদল ৪৭০ কোটি মার্কিন ডলার ঋণের শর্ত পর্যালোচনা করতে ঢাকায় অবস্থানরত আইএমএফ মিশনের সদস্যরা সোমবার বাংলাদেশ ব্যাংকের সঙ্গে বৈঠক করেন।

বৈঠকে আইএমএফ প্রতিনিধিদল ব্যাংকিং খাতে শিথিলতা ও অবহেলার বিষয়ে প্রশ্ন তোলেন। আইএমএফের সদস্যরা দাবি করেছেন, প্রেসক্রাইবড পরিদর্শনের মাধ্যমে বানোয়াট তথ্য উপস্থাপন করে ব্যাংকের অর্থ আত্মসাৎ করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা জানান, গত কয়েক বছরের ব্যাংক খাতের ঋণ অনাচারের ফলে ব্যাপক অর্থ হরিলুট হয়েছে এবং এর ফলে ব্যাংক খাত পঙ্গু হয়ে পড়েছে। বর্তমানে কিছু ব্যাংক গ্রাহকের টাকা ফেরত দিতে তালবাহানা করছে, ফলে গ্রাহকদের আস্থা হ্রাস পাচ্ছে।

এদিকে, বাংলাদেশ ব্যাংক সম্প্রতি সংকটস্থ ব্যাংকগুলোকে নগদ সহায়তা দেওয়ার জন্য নতুন টাকার পরিমাণ বাড়িয়েছে, যা মূল্যস্ফিতিতে আরো চাপ সৃষ্টি করতে পারে বলে আইএমএফ আশঙ্কা প্রকাশ করেছে। তারা ব্যাংকিং খাতে লুটপাটের উপর কড়া নজরদারি রাখার পরামর্শ দিয়েছে।

আইএমএফ প্রতিনিধিদল বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) কার্যক্রম নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে, বিশেষ করে বিদেশে অর্থ পাচারের অভিযোগে কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থতার কারণে। তারা বিএফআইইউর কাছে সঠিক ও কার্যকরী উদ্যোগ গ্রহণের দাবি জানায়।

আইএমএফ ব্যাংকগুলোর নিয়মনীতি, ব্যবস্থাপনা, আইন প্রয়োগ, এবং কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকা নিয়ে গভীর দৃষ্টি দিচ্ছে এবং ব্যাংকিং খাতে কার্যক্রমের কার্যকারিতা পর্যালোচনা করছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে