ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

ঢাকা বিশ্ববিদ্যালয় ‘সৌহার্দ্য বিতর্ক প্রতিযোগিতা’ শুরু

২০২৪ ডিসেম্বর ০১ ১৩:৫১:৪৯
ঢাকা বিশ্ববিদ্যালয় ‘সৌহার্দ্য বিতর্ক প্রতিযোগিতা’ শুরু

সৌহার্দ্যের আলো ছড়াতে গত বৃহস্পতিবার (২৮ নভেম্বর) থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী জগন্নাথ হলে ‘২য় সৌহার্দ্য বিতর্ক প্রতিযোগিতা’ শুরু হয়েছে।

বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ৬২টি বিতর্ক দল এতে অংশগ্রহণ করছে। জগন্নাথ হল বিতর্ক ক্লাব ‘বিতর্ক-একটি তার্কিক সংগঠন’ এই প্রতিযোগিতা আয়োজন করেছে। প্রতিযোগিতার উদ্বোধনী দিনে স্কুল-কলেজ পর্যায়ের বিতর্কে ২৬টি দল অংশ নেয়। শনিবার (৩০ নভেম্বর) উৎসবের দ্বিতীয় দিনে বিশ্ববিদ্যালয় পর্যায়ের প্রতিযোগিতায় ৩৬টি দল অংশগ্রহণ করে।

এ প্রতিযোগিতায় বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষিত বিবেচনায় প্রাসঙ্গিক বিষয়বস্তু নিয়ে প্রাণবন্ত বিতর্কে মেতে উঠেন বিতার্কিকরা।

আজ ০১ ডিসেম্বর জগন্নাথ হল প্রাঙ্গণে আয়োজিত হবে ‘২য় সৌহার্দ্য বিতর্ক প্রতিযোগিতা ২০২৪’ এর সমাপনী অনুষ্ঠান।

তারিক/

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে