ঢাকা, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫, ২৭ ফাল্গুন ১৪৩১

গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসা ও হোটেল ভাড়ায় ভ্যাট অব্যাহতি

২০২৫ ফেব্রুয়ারি ০২ ২০:৪৪:০৭
গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসা ও হোটেল ভাড়ায় ভ্যাট অব্যাহতি

ডুয়া নিউজ: জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে আহত রোগীদের চিকিৎসায় ভ্যাট অব্যাহতি ঘোষণা করেছে।

আজ রবিবার (২ ফেব্রুয়ারি) এনবিআর একটি বিশেষ আদেশ জারি করে এই তথ্য প্রকাশ করেছে। আদেশে বলা হয়েছে, যেহেতু ২০১২ সালের মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন অনুযায়ী সরকার কর্তৃক প্রদত্ত চিকিৎসা ও স্বাস্থ্য সেবাসহ বেসরকারি খাতের চিকিৎসা সেবা ভ্যাটের আওতার বাইরে রয়েছে। সেহেতু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসা সেবা প্রদানকারী বিদেশি চিকিৎসকদের সম্মানী, হোটেল ভাড়া এবং অন্যান্য আপ্যায়ন খরচের উপরে ভ্যাট অব্যাহতি দেওয়া হলো। এটি শুধুমাত্র স্বাস্থ্য অধিদপ্তর বা সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষের আমন্ত্রণে আসা চিকিৎসকদের জন্য প্রযোজ্য।

প্রসঙ্গত, এর আগে গত অক্টোবরে জুলাই বিপ্লবের আহত শিক্ষার্থীদের আজীবন বেতন ও টিউশন ফি মওকুফ করে অন্তর্বর্তী সরকার।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর