ঢাকা, রবিবার, ২ ফেব্রুয়ারি ২০২৫, ২০ মাঘ ১৪৩১

প্রথম বিদেশ সফরে সৌদি যাচ্ছেন সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট

২০২৫ ফেব্রুয়ারি ০২ ২০:৩৫:৫৯
প্রথম বিদেশ সফরে সৌদি যাচ্ছেন সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট

ডুয়া ডেস্ক: প্রথম বিদেশ সফর হিসেবে সৌদি আরবে যাচ্ছেন সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল-শারা। স্থানীয় সময় রবিবার (০২ ফেব্রুয়ারি) সৌদির উদ্দেশ্যে রওনা হয়েছেন তিনি। তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আসাদ হাসান আল-শিবানি। রবিবার সিরিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা সানার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আহমেদ আল-শারা সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করবেন বলে জানানো হয়েছে। সানার প্রকাশিত ছবিতে দেখা গেছে, প্রেসিডেন্ট শারা এবং তার পররাষ্ট্রমন্ত্রী সৌদির উদ্দেশ্যে বিমানে যাত্রা শুরু করেছেন।

গত বছরের ৮ ডিসেম্বর সিরিয়ার ক্ষমতাচ্যুত নেতা বাশার আল-আসাদকে পরাজিত করে ইসলামপন্থি গোষ্ঠী হায়াত তাহরির আল-শাম। পরে ওই গোষ্ঠীর নেতা আহমেদ আল-শারা প্রেসিডেন্ট পদে আসীন হন। দুই মাস পর আনুষ্ঠানিকভাবে তিনি অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন।

গত মাসে সৌদির পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান সিরিয়া সফর করেন এবং সিরিয়ার ওপর থেকে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করার জন্য কাজ করার ইচ্ছা প্রকাশ করেন।

উল্লেখ্য, বাশার আল-আসাদ এবং তার পরিবার ৫০ বছর ধরে সিরিয়ায় শাসন করেছে। ২০১১ সালে সাধারণ মানুষের আন্দোলনের মুখে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হয়। যুদ্ধে লাখ লাখ মানুষ নিহত ও বাস্তুচ্যুত হয়। তবে আহমেদ আল-শারার নেতৃত্বে গৃহযুদ্ধ থেমে যায়। এখন তিনি পশ্চিমা দেশগুলোর সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপনের মাধ্যমে সিরিয়ার অর্থনৈতিক সংকট কাটানোর চেষ্টা করছেন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে