ঢাকা, রবিবার, ২ ফেব্রুয়ারি ২০২৫, ২০ মাঘ ১৪৩১

সমাজ নষ্ট করার অধিকার আমার নেই: বাপ্পারাজ

২০২৫ ফেব্রুয়ারি ০২ ১৯:১২:৩৬
সমাজ নষ্ট করার অধিকার আমার নেই: বাপ্পারাজ

ডুয়া নিউজ: ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় অভিনেতা বাপ্পারাজ। রোমান্টিকসহ একাধিক সফল সিনেমা রয়েছে এই অভিনেতার ঝুঁলিতে। তবে, তার ক্যারিয়ারের একটি বিশেষ দিক হলো—তিনি প্রায়শই ব্যর্থ প্রেম বা ট্র্যাজেডির গল্পের নায়ক হিসেবে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। ত্রিভুজ প্রেম কিংবা আত্মত্যাগের গল্প নির্ভর সিনেমাগুলোর কারণে আজও তিনি বেশ জনপ্রিয়।

যদিও বাপ্পারাজ কিছু সময় ধরে সিনেমার পর্দা থেকে দূরে, তবুও বিভিন্ন সময় তিনি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হন। সম্প্রতি, তার অভিনীত ১৯৯৩ সালের 'প্রেমের সমাধি' সিনেমার একটি বিখ্যাত সংলাপ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। যেখানে দীর্ঘদিন পর বাড়ি ফিরে নায়ক বাপ্পারাপ তার প্রেমিকা হেনার (শাবনাজ) বাড়ি সাজানো দেখে জিজ্ঞাসা করেন, ‘চাচা, হেনা কোথায়?’ জবাবে চাচা বলেন, ‘হেনাকে তুমি ভুলে যাও, হেনার বিয়ে হয়ে গেছে।’ বকুল তখন আবেগাপ্লুত হয়ে বলেন, ‘না না, হেনার বিয়ে হতে পারে না। এ আমি বিশ্বাস করি না।’ এরপর ‘প্রেমের সমাধি ভেঙে, মনের শিকল ছিঁড়ে, পাখি যায় উড়ে যায়’ গানটি বাজতে থাকে।

এই দৃশ্যটি আবার জনপ্রিয় হওয়ার পর অনেকেই মিম তৈরি করছেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করছেন। যদিও এই ভাইরাল হওয়ার কারণ স্পষ্ট নয়।

এ বিষয়টি নিয়ে এবার মুখ খুলেছেন বাপ্পারাজ। বিষয়টিকে তিনি হাস্যরস হিসেবে নিয়েছেন। অভিনেতা বলেছেন, “আমি পজিটিভ মানুষ। দর্শকরা যখন আমার দৃশ্যগুলো দেখে আনন্দ পায়, তখন আমি খুশি। প্রেমে ছ্যাঁকা খাওয়ার ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে আমাকে মনে করেন, তাতেও আমি আনন্দিত।”

নিজের ব্যক্তিগত জীবনে প্রেমের বিষয়ে বাপ্পারাজ বলেন, “জীবনে একটাই সিরিয়াস প্রেম করেছি, তাকেই বিয়ে করেছি। আমাদের প্রেমটা কিন্তু চলচ্চিত্রের চেয়ে কম কিছু নয়। আমার বউ বিয়ের জন্যই বিদেশ থেকে চলে এসেছিল। ভাবুন, সেই যুগে একটা মানুষ প্রেমিকের টানে বাংলাদেশে এসেছে, তার মানে আমার প্রেম কতটা খাঁটি। আজকাল শুনি, প্রেমের টানে চীন থেকে প্রেমিক চলে আসছে, কোরিয়া থেকে চলে আসছে। তবে এর প্রবর্তক কিন্তু আমার স্ত্রীই।"

নতুন সিনেমা প্রস্তাব নিয়ে অভিনেতা বলেন, “শুক্রবার (৩১ জানুয়ারি) একটি ছবির প্রস্তাব পেয়েছি। পাণ্ডুলিপি পড়ে দেখলাম—বেডসিন। এই বয়সে আমি কি বেডসিন করব? আরে ব্যাটা, আগে দেখে আয় আমার ছবিগুলো। আমি কি এই ধরনের একটি ছবিও করেছি? মাঝখানে ওটিটিতেও কয়েকটি প্রস্তাব পেয়েছিলাম, সেগুলোও এমন অ্যাডাল্ট। ক্যামেরার বাইরে থাকতে খুব কষ্ট হয়। সারাক্ষণই কানে বাজে, ‘লাইট-ক্যামেরা-অ্যাকশন’। মিস করি শুটিং। তাই বলে এই ধরনের চরিত্র তো করতে পারব না। সমাজ নষ্ট করার অধিকার আমার নেই।”

তার অভিনীত কিছু জনপ্রিয় সিনেমার মধ্যে রয়েছে ‘প্রেমের সমাধি’, ‘প্রেমগীত’, ‘ভুলোনা আমায়’, ‘হারানো প্রেম’, ‘বুক ভরা ভালোবাসা’, ‘ভালোবাসা কারে কয়’ ইত্যাদি। এছাড়া, ‘বাবা কেন চাকর’, ‘সন্তান যখন শত্রু’, ‘সৎ ভাই’, ‘জবাব চাই’ ইত্যাদি সিনেমাতেও তার অভিনয় দর্শকদের হৃদয় জয় করেছে।

বাপ্পারাজ শুধু অভিনেতা নয়, তিনি কিছু নাটকও পরিচালনা করেছেন, যেমন ‘কাছের মানুষ রাতের মানুষ’ এবং ‘একজন লেখক’। এছাড়া, ‘কার্তুজ’ নামক একটি চলচ্চিত্রও পরিচালনা করেছেন। সর্বশেষ তিনি ‘পোড়ামন ২’ সিনেমায় সিয়ামের বড় ভাইয়ের চরিত্রে অভিনয় করেন। সিনেমাটিতে তার অভিনয় প্রশংসিত হয়েছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে