ঢাকা, রবিবার, ২ ফেব্রুয়ারি ২০২৫, ২০ মাঘ ১৪৩১

নিকাব নিষিদ্ধ করল মুসলিম দেশ, পরলে জরিমানা ২৩০ মার্কিন ডলার

২০২৫ ফেব্রুয়ারি ০২ ১৮:৫৪:৫৩
নিকাব নিষিদ্ধ করল মুসলিম দেশ, পরলে জরিমানা ২৩০ মার্কিন ডলার

ডুয়া ডেস্ক: মুসলিম অধ্যুষিত দেশ কিরগিজস্তানে সম্প্রতি নিকাব পরা নিষিদ্ধ করা হয়েছে। যা দেশের জাতীয় সংসদে গৃহীত নতুন আইনের মাধ্যমে কার্যকর হয়েছে। ১ ফেব্রুয়ারি থেকে এই নিষেধাজ্ঞা প্রয়োগ হচ্ছে এবং জনসমাগমস্থলে নিকাব পরলে নারীদের ২৩০ মার্কিন ডলার জরিমানা হবে।

আইনপ্রণেতাদের মতে, নিরাপত্তার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারণ নিকাব পরার ফলে মুখমণ্ডল সম্পূর্ণরূপে ঢাকা থাকে এবং লোককে শনাক্ত করা কঠিন হয়।

সংসদ স্পিকার নুরলানবেক শাকিয়েভ জানান, এই আইন কিরগিজ সমাজের নিরাপত্তা বৃদ্ধি করবে এবং ধর্মীয় উগ্রবাদ প্রতিরোধে সহায়ক হবে। তবে নিকাব নিষিদ্ধ হলেও হিজাব পরার অনুমতি রয়েছে। কারণ এটি মুখ ঢাকেনা।

বিরোধীরা এই নিষিধাজ্ঞার তীব্র সমালোচনা করেছেন, বলছেন এটি নারীদের পোশাক নির্বাচনের স্বাধীনতা ক্ষুণ্ণ করে। নারীদের অধিকারকর্মী এবং নিকাব পরা নারীরা এই নিষেধাজ্ঞার পর উদ্বেগ প্রকাশ করেছেন বিশেষত তারা সামাজিক জীবনে অংশগ্রহণে সমস্যা অনুভব করছেন।

গত কয়েক বছরে কিরগিজস্তানে নিকাব নিয়ে বিতর্ক চলমান ছিল এবং সম্প্রতি সংসদ সদস্যরা নতুন প্রচারণার মাধ্যমে সমস্যা বাড়িয়েছেন। কিরগিজস্তানের মতো মধ্য এশিয়ার অন্যান্য দেশগুলিতেও ইসলামি পোশাকের ওপর বিধি-নিষেধ রয়েছে। যেমন তাজিকিস্তানে হিজাব নিষিদ্ধ।

বিশ্লেষকরা মনে করছেন, এই নিষেধাজ্ঞা কিরগিজস্তানে ধর্মীয় স্বাধীনতা নিয়ে নতুন বিতর্ক সৃষ্টি করবে। কিরগিজস্তান একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। যেখানে ইসলামিক সংস্কৃতির প্রভাব থাকলেও ধর্ম ও রাষ্ট্রকে পৃথক রাখা হয়েছে এবং সব ধর্মের মানুষের অধিকার স্বীকৃত।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে