ঢাকা, রবিবার, ২ ফেব্রুয়ারি ২০২৫, ২০ মাঘ ১৪৩১

পরিকল্পনা উপদেষ্টা

অর্থায়নের জন্য বিদেশ নির্ভরতা কমাবে সরকার

২০২৫ ফেব্রুয়ারি ০২ ১৮:৩৭:৪৯
অর্থায়নের জন্য বিদেশ নির্ভরতা কমাবে সরকার

ডুয়া নিউজ: বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর হলো মোংলা। এই বন্দরকে আঞ্চলিক হাব হিসেবে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ।

আজ রবিবার (০২ ফেব্রুয়ারি) একনেক সভার বৈঠক শেষে ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।

ওয়াহিদউদ্দিন মাহমুদ জানান, ‘চীনের আগ্রহেই সরকার মোংলা বন্দরের সক্ষমতা বাড়ানোর প্রকল্প হাতে নিয়েছে। এ বন্দরকে আঞ্চলিক হাব হিসেবে গড়ে তোলা হবে।’

পরিকল্পনা উপদেষ্টা বলেন, ‘অনেক প্রকল্প আছে, যেমন- পায়রা বন্দর, এরকম কিছু প্রকল্পে দেশীয় যারা ঠিকাদার এরা রাতারাতি কোটিপতি হয়ে গিয়েছিল।’

তিনি আরও বলেন, ‘অর্থায়নের জন্য বিদেশ নির্ভরতা কমানোর পরিকল্পনা নিয়েছে সরকার। এজন্য রাজস্ব বাড়ানোতে মনোযোগ দেয়া হবে।’

এছাড়া বাংলাদেশের এলডিসি গ্র্যজুয়েশনের সময় বাড়ানোর পরিকল্পনা সরকারের নেই বলেও জানান তিনি।

পরিকল্পনা উপদেষ্টা বলেন, ‘বাজেটের ঘাটতি তো বেশি বাড়ানো যায় না তাহলে তো মূল্যস্ফীতি হবে। সে কারণে দেশীয় অর্থায়ন আর বৈদেশিক অর্থায়ন উল্টো হয়ে গেছে।’

প্রসঙ্গত, এদিন একনেক সভায় দেশীয় নতুন গ্যাস কূপ খনন এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করা সহ মোট ১৩ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। ব্যয় হবে ১২ হাজার ৫৩২ কোটি টাকা।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে