ঢাকা, সোমবার, ১০ মার্চ ২০২৫, ২৬ ফাল্গুন ১৪৩১

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ব্রুনেইয়ের ৫ বিশ্ববিদ্যালয়ে বৃত্তি: দ্রুত আবেদন

২০২৫ ফেব্রুয়ারি ০২ ১৮:১৬:০৪
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ব্রুনেইয়ের ৫ বিশ্ববিদ্যালয়ে বৃত্তি: দ্রুত আবেদন

ডুয়া ডেস্ক : ইসলামিক দেশগুলোর সংগঠন ‘অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি)–ভুক্ত দেশের শিক্ষার্থীদের বৃত্তি দেবে ব্রুনেই দারুসসালাম সরকার। ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ডিপ্লোমা, আন্ডারগ্র্যাজুয়েট ডিগ্রি ও পোস্টগ্র্যাজুয়েট (মাস্টার্স) পর্যায়ের এ বৃত্তি দিচ্ছে দেশটি। এ বৃত্তির মাধ্যমে পাঁচটি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের সুযোগ পাবেন। বাংলাদেশি শিক্ষার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করেছে শিক্ষা মন্ত্রণালয়।

বিশ্ববিদ্যালয়গুলো হলো :

- ইউনিভার্সিটি ব্রুনেই দারুসসালাম (ইউবিডি)

- ইউনিভার্সিটি ইসলাম সুলতান শরীফ আলী (ইউএনআইএসএসএ)

- ইউনিভার্সিটি টেকনোলজি ব্রুনেই (ইউটিবি)

- কলেজ ইউনিভার্সিটি পেরগুরুয়ান উগামা সেরি বেগাওয়ান (কেইউপিইউএসবি)

- পলিটেকনিক ব্রুনেই (পিবি)

আবেদনের যোগ্যতা :বয়স: আন্ডারগ্র্যাজুয়েট ও ডিপ্লোমার জন্য আবেদনের সর্বোচ্চ বয়স ২৫ বছর হতে হবে। পোস্টগ্র্যাজুয়েটের জন্য আবেদনের জন্য বয়স সর্বোচ্চ ৩৫ হতে হবে। যে বছর কোর্স বা প্রোগ্রাম শুরু হবে, সেই বছরের ১ জুলাই থেকে এ বয়স ধরা হবে।

ইংরেজি ভাষায় দক্ষতা :ইংরেজিতে দক্ষতার জন্য আইইএলটিএসে স্কোর প্রয়োজন ৬ অথবা টোয়েফলে স্কোর ৫৫০ থাকতে হবে।

আবেদনের লিংক :

আগ্রহী প্রার্থীকে ব্রুনেই সরকার ও বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের নিচের দুই লিংকেই অনলাইনে আবেদন করতে হবে।

- শিক্ষা মন্ত্রণালয়েরএই লিংকে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে।

-- বিডিজিএস আবেদন ফরম ডাউনলোড করে http://apply.ubd.edu.bn/orbcon/uis-welcome/ লিংকে Submit করতে হবে।

আবেদনের প্রয়োজনীয় কাগজপত্র :

- সংশ্লিষ্ট পরীক্ষার সার্টিফিকেট

- নম্বরপত্র

- পাসপোর্ট

- জাতীয় পরিচয়পত্র

- পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট।

সত্যায়িত কপিসহ আবেদনপত্রের হার্ড কপি সচিবালয়ের ২ নম্বর গেট–সংলগ্ন অভ্যর্থনা কক্ষে নির্ধারিত বক্সে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জমা দিতে হবে। খামের ওপর আবশ্যিকভাবে প্রেরক, প্রাপক (সিনিয়র সহকারী সচিব, বৃত্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় শাখা, কক্ষ নম্বর: ১৭০৬, ভবন নম্বর: ০৬, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা), আইডি/ট্র্যাকিং নম্বর এবং প্রোগ্রামের নাম উল্লেখ করতে হবে। হার্ড কপি মন্ত্রণালয়ে জমাদানের শেষ তারিখ ৪ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখ মঙ্গলবার বিকেল পাঁচটা পর্যন্ত। উল্লিখিত স্থান ব্যতীত অন্য কোথাও আবেদন জমা দেওয়া হলে তা বিবেচিত হবে না। এছাড়া অসম্পূর্ণ আবেদনও গ্রহণযোগ্য হবে না।

আবেদন শেষ যেদিনগত ১৭ জানুয়ারি সকাল ৯টা থেকে আবেদন চলছে। আগামী ৪ ফেব্রুয়ারি বেলা তিনটা পর্যন্ত এই দুই লিংকে আবেদন করা যাবে।

আবেদন সম্পর্কে বিস্তারিত জানতে এই লিংকে ক্লিক করুন

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

স্কলারশিপ এর সর্বশেষ খবর

স্কলারশিপ - এর সব খবর