ঢাকা, রবিবার, ২ ফেব্রুয়ারি ২০২৫, ২০ মাঘ ১৪৩১

২৪ ঘন্টার মধ্যে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকান্ড নিষিদ্ধের দাবি

২০২৫ ফেব্রুয়ারি ০২ ১৮:২২:৪৮
২৪ ঘন্টার মধ্যে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকান্ড নিষিদ্ধের দাবি

ঢাবি প্রতিনিধি: ২৪ ঘন্টার মধ্যে আওয়ামী লীগের সকল রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ, একটি জাতীয় সরকার গঠন, হাসিনার দোসরদের গ্রেফতার এবং বিচারের দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। একই সাথে আগামী ৬ এবং ১০ ফেব্রুয়ারি দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছেন সংগঠনটির নেতারা।

আজরোববারবিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জরুরি সংবাদ সম্মেলনে এ কথা বলেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের নেতারা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা, সাধারণ সম্পাদক নাজমুল হাসান, ঢাবি শাখার সদস্য সচিব রাকিবুল ইসলাম এবং ছাত্র অধিকার পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা।

ঢাবি ছাত্র অধিকার পরিষদের সদস্য সচিব রাকিবুল ইসলাম বলেন, জুলাইয় গণঅভ্যুত্থানের ৬ মাস পার হয়ে গেলেও হাসিনার দোষদের এখনো বিচার করা হয়নি।আমরা দেখতে পারছি বিপ্লবীদরের ওপর হামলা করা হচ্ছে বিভিন্ন জায়গায়, হত্যার হুমকি দিচ্ছে আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনগুলো।

আওয়ামী লীগ কর্মসূচি ঘোষণা করার সাহস পাচ্ছে তাদের বিচারের আওতায় না আনতে পারায়।অন্তর্বর্তীকালীন সরকারের জন্য এটা ব্যর্থতা।আওয়ামী লীগের রেখে যায় প্রশাসনের মাধ্যম দেশ পরিচালনা করা দেশের মানুষের জন্য হুমকিস্বরূপ।

ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা বলেন, বিপ্লব পরবর্তী সবচেয়ে প্রয়োজনীয় বিষয় ছিল যারা আন্দোলনে আহত হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে তাদের পুনর্বাসন করা, তাদের চিকিৎসার সুব্যবস্থা করা। অন্তর্বর্তীকালীন সরকার এ কাজে পুরোপুরি ব্যর্থ কারণ আহতদের এখন চিকিৎসা এবং পুনর্বাসনের জন্য রাজপথে নামা লাগছে।সামান্য সহযোগিতার জন্য আন্দোলন করা লাগছে।যা এই সরকারের জন্য সবচেয়ে বড় লজ্জা এবং ব্যর্থতা।

তিনি আরও বলেন, বিপ্লবকে রক্ষা করার জন্য বর্তমান সরকারকে জরুরি দিক নির্দেশনা দিতে আমরা সংবাদ সম্মেলন করছি।জুলাই বিপ্লবের ৬ মাস পার হওয়ার পরেও আমাদের রাজপথে নামা লাগছে খুনিদের গ্রেফতার এবং বিচার চাওয়ার জন্য।

তিনি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রশ্ন করে বলেন, হাসিনাকে সাহায্য করা প্রশাসনে, আমলাতান্ত্রে আওয়ামী লীগের কতজনকে গ্রেফতার করতে পেরেছেন?আমাদের কুকুরের মতো যারা পিটিয়েছে তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নিয়েছেন?হাসিনাকে যেসকল ব্যবসায়ীরা প্রত্যক্ষভাবে সাহায্য করেছে তাদের সাথে আপনারা সমঝোতা করছেন।প্রশাসন আওয়ামী লীগকে নানা ভাবে শেল্টার দিচ্ছে। এটা আমাদের জন্য অশনি সংকেত।

এরপর বিন ইয়ামিন মোল্লা দাবি তোলেন, ২৪ ঘন্টার মধ্যে আওয়ামী লীগের সকল প্রকার রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা না হয় তাহলে ছাত্র অধিকার পরিষদ সচিবালয় অভিমুখে লং মার্চ করবে। ইতোমধ্যে ৫৭২ জন্য আওয়ামী দোষরকে জামিন দেওয়া হয়ে।এটা সংস্কারের নমুনা হতে পারে না।যে বিচারকরা জামিনের রায় দিয়েছে তাদেরকে জবাবদিহিতার আওতায় আনতে হবে।

সংবাদ সম্মেলনে পরবর্তী কর্মসূচি হিসেবে আগামী ৬ ফেব্রুয়ারি সারা দেশব্যাপি সকল শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ কর্মসূচি এবং আগামী ১০ ফেব্রুয়ারি সারাদেশে জেলা, উপজেলা থানা পর্যায়ে অবস্থান কর্মসূচী পালন করবে ছাত্র অধিকার পরিষদ।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে