ঢাকা, রবিবার, ২ ফেব্রুয়ারি ২০২৫, ২০ মাঘ ১৪৩১

এবার জুলাই আন্দোলনে আহতদের সড়ক অবরোধ

২০২৫ ফেব্রুয়ারি ০২ ১৭:৪২:৫৮
এবার জুলাই আন্দোলনে আহতদের সড়ক অবরোধ

ডুয়া নিউজ: এবার সড়ক অবরোধ করলো জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানে আহতরা। উন্নত চিকিৎসা ও পুনর্বাসনের দাবিতে রাজধানীর আগারগাঁয়ে মিরপুর রোডের উভয় পাশ অবরোধ করে বিক্ষোভ করছেন তারা।

আজ রবিবার (২ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় রাজধানীর আগারগাঁওয়ের রাজস্ব ভবন থেকে শুরু করে টিবি হাসপাতালের রাস্তা বন্ধ করেবিক্ষোভ করছেন আহতরা। এতে করে মিরপুর রোডের উভয় দিকের পাশাপাশি শ্যামলী থেকে আগারগাঁও সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে ভোগান্তিতে পড়েছেন ওই সড়কে চলাচলকারী যানবাহনের যাত্রীরা।

আহত বিক্ষোভকারীরা অভিযোগ করেছেন যে, তাদের অনেকেই প্রয়োজনীয় চিকিৎসা পাচ্ছেন না। এছাড়া জুলাই ফাউন্ডেশন থেকে যে সহায়তা দেওয়া হচ্ছে তা অত্যন্ত ধীরগতির। এজন্য অসন্তোষ প্রকাশ করে তাদের দাবি, দ্রুত সুচিকিৎসা প্রদান করা হোক এবং প্রয়োজনে বিদেশে চিকিৎসার জন্য পাঠানো হোক।

এ সময় বিক্ষোভকারীদের অনেকেই চাদর বিছিয়ে শুয়ে পড়েছেন, আবার কেউ কেউ বেঞ্চে বসে অবস্থান নিয়েছেন।

এর আগে গতকাল শনিবার রাত ১০টার পর পঙ্গু হাসপাতাল ও জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসাধীন আহতরা সড়কে নেমে আসে।

রবিবার সকালে পঙ্গু হাসপাতালের সামনে সড়কে বেঞ্চ, চেয়ার ও বাঁশ দিয়ে অবস্থান নেন তারা। কিছু আহত ব্যক্তি রাস্তার মাঝে বিছানা পেতে শুয়ে পড়েন। এতে শিশু মেলা থেকে আগারগাঁও ট্রাফিক সিগন্যাল পর্যন্ত যান চলাচল বন্ধ থাকে। পরে বেলা সাড়ে ১১টার দিকে তারা শিশু মেলা মোড়ে অবস্থান নিলে মিরপুরে রোডে যান চলাচল বন্ধ হয়ে যায়।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে