ঢাকা, রবিবার, ২ ফেব্রুয়ারি ২০২৫, ২০ মাঘ ১৪৩১

তিতুমীরের সামনে বাঁশ দিয়ে শিক্ষার্থীদের সড়ক অবরোধ; চরম ভোগান্তি

২০২৫ ফেব্রুয়ারি ০২ ১৬:১৬:৩৮
তিতুমীরের সামনে বাঁশ দিয়ে শিক্ষার্থীদের সড়ক অবরোধ; চরম ভোগান্তি

ডুয়া নিউজ: রাজধানীর সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণারা দাবিতে মহাখালীতে কলেজের সামনের সড়ক বাঁশ দিয়ে অবরোধ করেছেন শিক্ষার্থীরা। এ নিয়ে পঞ্চম দিনের মতো কর্মসূচি পালন করছে তিতুমীর কলেজের শিক্ষার্থীরা।

আজ রবিবার (০২ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১২টার দিকে তিতুমীর কলেজের সামনের সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। এই সময়ে সড়কের দুই পাশ আটকে দেন শিক্ষার্থীরা। এতে চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ।

অবরোধের কারণে গুলশান মোড় থেকে মহাখালী পর্যন্ত সড়কের দুপাশে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। পাশাপাশি শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিয়ে নানা স্লোগান দিচ্ছেন।

এর আগে শনিবার শিক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি প্রত্যাখ্যান করে রবিবারও আমরণ অনশন কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা। ২ ফেব্রুয়ারি বেলা ১১টা পর্যন্ত ৪ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি হয়েছেন।

এর আগে শিক্ষার্থীরা ৭ দফা দাবি জানান, এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

শিক্ষার্থীদের ৭ দফা দাবি হলো:১. তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ করতে হবে। ২. বিশ্ববিদ্যালয়ের প্রশাসন গঠন করে ২০২৪-২০২৫ সেশনের ভর্তি কার্যক্রম চালাতে হবে। ৩. সকল শিক্ষার্থীর আবাসন ব্যবস্থা নিশ্চিত করতে হবে অথবা আবাসিক খরচ বহন করতে হবে। ৪. ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষ থেকে আন্তর্জাতিক মানের আইন ও জার্নালিজম বিষয় সংযোজন করতে হবে। ৫. একাডেমিক কার্যক্রম পরিচালনার জন্য যোগ্য পিএইচডি শিক্ষক নিয়োগ দিতে হবে। ৬. শিক্ষার গুণগত মান উন্নত করতে আসন সংখ্যা সীমিত করতে হবে। ৭. আন্তর্জাতিক মানের গবেষণাগার নির্মাণের জন্য জমি ও আর্থিক বরাদ্দ নিশ্চিত করতে হবে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

স্কুল-কলেজ এর সর্বশেষ খবর

স্কুল-কলেজ - এর সব খবর



রে