ঢাকা, রবিবার, ২ ফেব্রুয়ারি ২০২৫, ২০ মাঘ ১৪৩১

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষে ভর্তির আবেদন শুরু

২০২৫ ফেব্রুয়ারি ০২ ১৩:২৯:৫০
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষে ভর্তির আবেদন শুরু

ডুয়া নিউজ : ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নিতে আবেদন শুরু হয়েছে। আজ রোববার (০২ ফেব্রুয়ারি) এই আবেদন শুরু হয়েছে। আবেদন করা যাবে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত। আর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১৯ এপ্রিল ও ৩ মে।

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ২০২০-২১ শিক্ষাবর্ষ থেকে গুচ্ছ পদ্ধতিতে স্নাতক প্রথম বর্ষে শিক্ষার্থী ভর্তি নিয়ে আসছে। এবার নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিচ্ছে বিশ্ববিদ্যালয়টি।

আবেদনের যোগ্যতাস : ২০২০/২০২৪ সালে অনুষ্ঠিত এইচএসসি/আলিম/সমমানের পরীক্ষায় এবং ২০২০/২০২১/২০২২ সালে অনুষ্ঠিত এসএসসি/দাখিল/সমমানের পরীক্ষার উত্তীর্ণ শিক্ষার্থীরা কয়েকটি শর্তে আবেদন করতে পারবেন।

ভর্তির যেসব শর্ত : ‘A’ ইউনিট (বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ) : বিজ্ঞান শাখা হতে এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষার (চতুর্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ ৩.৫ সহ সর্বমোট জিপিএ ৮ থাকতে হবে। ‘এ’ ইউনিটের বিষয়গুলোর মধ্যে গণিত, সিএসই, আইসিটি, পদার্থবিজ্ঞান ও পরিসংখ্যান বিভাগে ভর্তির জন্য এইচএসসি/গণিতে গ্রেড পয়েন্ট ৩ থাকতে হবে এবং গণিত, সিএসই ও আইসিটি বিভাগে ভর্তি হতে হলে ভর্তি পরীক্ষায় অবশ্যই গণিত উত্তর দিতে হবে। রসায়ন বিভাগে ভর্তি-ইচ্ছুকদের এইচএসসি/সমমান পরীক্ষায় রসায়নে গ্রেড পয়েন্ট ৩.৫ ও গণিতে গ্রেড পয়েন্ট ২.৫ থাকতে হবে। ফার্মেসি বিভাগে ভর্তি-ইচ্ছুকদের এইচএসসি/সমমান পরীক্ষায় রসায়ন ও জীববিদ্যায় জিপিএ ৩.৫ ও গণিতে গ্রেড পয়েন্ট ২.৫ থাকতে হবে।

‘B’ ইউনিট (কলা ও মানবিক, সামাজিক বিজ্ঞান এবং আইন অনুষদ) : বি ইউনিটে আবেদনকারীর এসএসসি/সমমান এইচএসসি/সমমান পরীক্ষার মোট ন্যূনতম জিপিএ (চতুর্থ বিষয়সহ) মানবিক শাখায় ৬, বিজ্ঞান শাখায় ৭ এবং ব্যবসায় শিক্ষা শাখায় ৬ দশমিক ৫০ থাকতে হবে। তবে সব শাখার ক্ষেত্রে এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩ থাকতে হবে। ‘বি’ ইউনিটের বিষয়গুলোর মধ্যে ইংরেজিতে ভর্তি-ইচ্ছুকদের এইচএসসি/সমমান পরীক্ষায় ইংরেজিতে লেটার গ্রেড (A-) এবং অর্থনীতিতে ভর্তি-ইচ্ছুকদের এইচএসসি/সমমান পর্যায়ে অর্থনীতি, গণিত ও পরিসংখ্যান বিষয়ের যেকোনো একটি থাকতে হবে।

‘C’ ইউনিট (বিজনেস স্টাডিজ অনুষদ) : সি-ইউনিটে আবেদনকারীর এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষায় সর্বমোট ন্যূনতম জিপিএ (চতুর্থ বিষয়সহ) বিজ্ঞান শাখায় ৭ থাকতে হবে তন্মধ্যে এসএসসি/এইচএসসি/সমমান পরীক্ষার পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.৫ থাকতে হবে, ব্যবসায় শিক্ষা শাখায় ৬.৫ থাকতে হবে। এর মধ্যে এসএসসি/সমমান এইচএসসি/সমমান পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩ থাকতে হবে এবং মানবিক শাখার ৬ থাকতে হবে তন্মধ্যে এসএসসি/সমমান এইচএসসি/সমমান পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩ থাকতে হবে।

জিসিই লেভেল : ‘ও’ লেভেলে ৫টি এবং ‘এ’ লেভেলে ন্যূনতম দুটি বিষয়ে উত্তীর্ণ হতে হবে এবং উভয় লেভেলের মোট ৭টি বিষয়ের মধ্যে ৪টি বিষয়ে কমপক্ষে ‘বি’ গ্রেড প্রাপ্ত হতে হবে।

সব ইউনিটের আবেদনকারীকে এসএসসি/ সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষার ন্যূনতম জিপিএ (চতুর্থ বিষয়সহ) ৩ থাকতে হবে এবং ইংরেজি মাধ্যমে পরীক্ষা নিতে ইচ্ছুক পরীক্ষার্থীদের সংশ্লিষ্ট ইউনিটের ইউনিট আহ্বায়ক বরাবর ভর্তি পরীক্ষার কমপক্ষে ১৫ দিন আগে স্বহস্তে মোবাইল নম্বরসহ লিখিত আবেদন ডাকযোগে পাঠাতে হবে।

ভর্তি পরীক্ষা : ১৯ এপ্রিল সকাল ১০-১১টা পর্যন্ত সি ইউনিট, ৩ মে সকাল ১০-১১টা পর্যন্ত এ ইউনিট এবং ৩-৪টা পর্যন্ত বি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ভর্তির পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদনসহ অন্যান্য তথ্য জানতে এখানে ক্লিক করুন

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিশ্ববিদ্যালয় এর সর্বশেষ খবর

বিশ্ববিদ্যালয় - এর সব খবর



রে