ঢাকা, রবিবার, ২ ফেব্রুয়ারি ২০২৫, ২০ মাঘ ১৪৩১

মুসল্লিদের কথা চিন্তা করে তিতুমীর শিক্ষার্থীদের কর্মসূচি শিথিল

২০২৫ ফেব্রুয়ারি ০২ ১২:৫৪:০৬
মুসল্লিদের কথা চিন্তা করে তিতুমীর শিক্ষার্থীদের কর্মসূচি শিথিল

ডুয়া নিউজ : বিশ্ববিদ্যালয়ের দাবিতে আন্দোলন করা তিতুমীর কলেজের শিক্ষার্থীরা বিশ্ব ইজতেমায় আসা মুসল্লিদের ভোগান্তির কথা চিন্তা করে ‘ব্লকেড টু নর্থ সিটি’কর্মসূচি শিথিল করেছেন । রোববার দুপুর ১২টায় ক্যাম্পাসের সামনে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী আলী আহমদ।

শিক্ষার্থী আলী আহমদ বলেন, ‘বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে অংশ নিতে সারা দেশ থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা আসেন। বিশ্ব ইজতেমায় আসা মুসল্লিদের কথা চিন্তা করে শুধু আজকের জন্য আমরা রেলপথ ও ঢাকা-ময়মনসিংহ হাইওয়ে সড়কে ব্লকেড কর্মসূচি প্রত্যাহার করেছি। কিন্তু নর্থ সিটির ভেতরে অন্য সড়কগুলোয় ব্লকেড কর্মসূচি চলমান থাকবে।’

আলী আহমদ আরো বলেন, ‘তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ের করা দাবি গত ২৮ বছরের। জুলাই-আগস্টের অভ্যুত্থানে গঠিত সরকারের কাছে নতুন করে দাবি পূরণের আবদার করেছি। এ জন্য যতগুলো মাধ্যম ছিল, সব কটি মাধ্যমেই আমরা দাবি জানিয়েছি। সেখান থেকে কোনো সাড়া না পেয়ে সর্বশেষ আমরা অনশন কর্মসূচি দেই। আজ অনশনের পঞ্চম দিনে এসেই রাষ্ট্রীয় কর্তৃপক্ষ কোনো সাড়া দেয়নি।’

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিশ্ববিদ্যালয় এর সর্বশেষ খবর

বিশ্ববিদ্যালয় - এর সব খবর



রে