ঢাকা, রবিবার, ২ ফেব্রুয়ারি ২০২৫, ১৯ মাঘ ১৪৩১

অভিযোগ উমামা ফাতেমার

আন্দোলন সংশ্লিষ্ট নারীরা হয়রানির শিকার হচ্ছেন

২০২৫ ফেব্রুয়ারি ০১ ২১:৫২:২৩
আন্দোলন সংশ্লিষ্ট নারীরা হয়রানির শিকার হচ্ছেন

ডুয়া নিউজ: জুলাই-আগস্টের অভ্যুত্থান-পরবর্তী সময়ে আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট নারীরা রাস্তায় হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম মুখপাত্র উমামা ফাতেমা।

আজ শনিবার (১ ফেব্রুয়ারি) রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে ‘গণ-অভ্যুত্থান-পরবর্তী নতুন রাজনৈতিক বন্দোবস্তে নারীর হিস্যা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন।

অনুষ্ঠানে উমামা ফাতেমা বলেন, অভ্যুত্থান-পরবর্তী সময়ে নারীরা হারিয়ে গেছে—এ আলোচনাটা আসে নভেম্বরে। আগস্ট-সেপ্টেম্বরেই এ বিষয়ে ভয়েস রেইজ করা দরকার ছিল। কিন্তু, নারীরা অবদমিত হচ্ছে—এ আলোচনাটাই দমিয়ে রাখার চেষ্টা করা হয়।

তিনি আরও বলেন, অভ্যুত্থান-পরবর্তী সময়ে নানাভাবে নারীদের হিউমিলিয়েশন (অবমাননা) করা হয়। বিশেষ করে নুসরাতকে টার্গেট করে হিউমিলিয়েশন করা হয়। এ বিষয়ে আমরা সরকারকে বিবৃতি দিতে বলেছিলাম। কিন্তু, সরকারের তরফ থেকে তেমন প্রতিক্রিয়া দেখিনি। তার ফল হলো, আমরা রাস্তায় হয়রানির শিকার হচ্ছি।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন, এবং মুখপাত্র সামান্তা শারমিন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে