ঢাকা, রবিবার, ২ ফেব্রুয়ারি ২০২৫, ১৯ মাঘ ১৪৩১

মুক্তি পেলেন আরও ১৮৩ ফিলিস্তিনি

২০২৫ ফেব্রুয়ারি ০১ ২১:৪২:১৪
মুক্তি পেলেন আরও ১৮৩ ফিলিস্তিনি

ডুয়া ডেস্ক: যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির আওতায় ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পেয়েছেন আরও ১৮৩ জন ফিলিস্তিনি। আজ শনিবার (১ ফেব্রুয়ারি) হামাস তিন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়ার পর, ইসরায়েলও তাদের কারাগারে আটক থাকা এসব ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেয়। গাজায় যুদ্ধবিরতি চুক্তির আওতায় উভয় পক্ষ তাদের হাতে থাকা বন্দিদের মুক্তি প্রদান করছে।

বিবিসি সূত্রে জানা গেছে, মুক্তি পাওয়া ফিলিস্তিনিরা ইতোমধ্যে গাজা উপত্যকায় পৌঁছেছেন। এর আগে একই দিনে হামাস তেলআবিবের কাছে রেড ক্রসের মাধ্যমে তিন ইসরায়েলি পণবন্দিকে মুক্তি দেয়।

এএফপি’র সংবাদদাতা জানান, রামাল্লার কাছে বেইতুনিয়া পৌঁছানোর পর বন্দিরা বাস থেকে নামেন এবং তাদের স্বজনদের দ্বারা উষ্ণ অভ্যর্থনা গ্রহণ করেন। এই দৃশ্যে অনেক বন্দি উল্লাসধ্বনি ও স্লোগান দিয়ে আনন্দ প্রকাশ করেন।

ইসরায়েল তাদের এক বিবৃতিতে নিশ্চিত করেছে যে, ১৮৩ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, যা যুদ্ধবিরতি চুক্তির শর্তের অংশ। প্রথমে ৯০ জনের মুক্তির কথা বলা হলেও পরে এই সংখ্যা ১৮৩-এ বাড়ানো হয়।

বিবৃতিতে আরও জানানো হয়, মুক্তি পাওয়া ১৮৩ ফিলিস্তিনির মধ্যে ১৮ জন যাবজ্জীবন কারাভোগ করছিলেন, ৫৪ জনের বিরুদ্ধে দীর্ঘমেয়াদি সাজা ছিল এবং বাকি ১১ জনকে গত বছরের ৭ অক্টোবর গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর আটক করা হয়েছিল।

উল্লেখ্য, ১৯ জানুয়ারি থেকে ইসরায়েল ও হামাসের মধ্যে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়েছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে