ঢাকা, রবিবার, ২ ফেব্রুয়ারি ২০২৫, ১৯ মাঘ ১৪৩১

জানা গেল সারজিসের স্ত্রীর পরিচয়

২০২৫ ফেব্রুয়ারি ০১ ২০:১০:১৬
জানা গেল সারজিসের স্ত্রীর পরিচয়

ডুয়া ডেস্ক : জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম বিয়ে করেছেন। বিয়ের খবরে অনেকে তাকে অভিনন্দন ও শুভকামনা জানানোর পাশাপাশি নববধূর পরিচয় জানতে আগ্রহ প্রকাশ করেন। তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য না মিললেও বার্তা সংস্থা ইউএনবির প্রতিবেদন থেকে তার স্ত্রী ও শ্বশুরবাড়ি সম্পর্কে কিছু তথ্য জানা গেছে।

জানা গেছে, সারজিস আলমের স্ত্রী একজন কুরআনের হাফেজা এবং সবসময় পর্দা মেনে চলেন, তাই পরিবারের অনিচ্ছায় তার নাম প্রকাশ করা হয়নি। তার শ্বশুর ব্যারিস্টার লুৎফর রহমান, যিনি বরগুনা সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নের লাকুরতলা গ্রামের বাসিন্দা। পেশাগত কারণে তিনি স্ত্রী, মেয়ে ও দুই ছেলেকে নিয়ে ঢাকার বাসাবোর শাহজাহানপুরে বসবাস করেন।

লুৎফর রহমানের পরিবার সূত্রে জানা গেছে, গাজিপুরের রাজেন্দ্র রিসোর্টে শুক্রবার (৩১ জানুয়ারি) আসরের নামাজের পর পারিবারিকভাবে তাদের বিয়ে সম্পন্ন হয়। বিষয়টি মিডিয়া থেকে দূরে রাখতে বর্তমানে পরিবারসহ ওই রিসোর্টেই অবস্থান করছেন তারা। ব্যারিস্টার লুৎফর রহমানের তিনটি সন্তানের মধ্যে সারজিস আলমের স্ত্রী সবার বড়।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে