ঢাকা, রবিবার, ২ ফেব্রুয়ারি ২০২৫, ১৯ মাঘ ১৪৩১

পাকিস্তানে অতর্কিত হামলায় ১৮ সেনা নিহত

২০২৫ ফেব্রুয়ারি ০১ ১৮:১৪:০৮
পাকিস্তানে অতর্কিত হামলায় ১৮ সেনা নিহত

ডুয়া ডেস্ক: পাকিস্তানের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে এক হামলায় আধাসামরিক বাহিনীর ১৮ সেনা নিহত হয়েছেন। এছাড়া আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। আজ শনিবার (১ ফেব্রুয়ারি) স্থানীয় পুলিশ ও কর্মকর্তাদের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্ত সংস্থা এএফপি।

পুলিশের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, মানগোচার শহরের কাছে সশস্ত্র সন্ত্রাসীরা ফ্রন্টিয়ার কর্পসের সেনাদের বহনকারী একটি গাড়ির ওপর হামলা চালায়। তিনি জানান, ৭০-৮০ জন সন্ত্রাসী হামলা করে এবং গাড়িতে থাকা ১৭ জন সেনাসহ আরও এক সেনা প্রাণ হারান। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর, তবে দুজন সেনা ভাগ্যক্রমে বেঁচে যান।

কোন গ্রুপ এখনও এ হামলার দায় স্বীকার করেনি। তবে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) ১৮ সেনার মৃত্যুর খবর নিশ্চিত করেছে। তারা আরও, বেলুচিস্তানে অভিযান চালিয়ে ২৩ সশস্ত্র সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে।

বেলুচিস্তানে স্বাধীনতার দাবি জানানো সশস্ত্র গোষ্ঠী বিএলএ (বেলুচিস্তান লিবারেশন আর্মি) হামলার জন্য দায়ী। তারা প্রাকৃতিক সম্পদের কারণে পাকিস্তানের প্রতি ক্ষুব্ধ এবং দাবি করে যে চীনসহ অন্যান্য বিদেশিরা তাদের সম্পদ লুটে নিচ্ছে। প্রাকৃতিক সম্পদে ভরপুর হলেও, বেলুচিস্তানের মানুষ পাকিস্তানের অন্যান্য অঞ্চলের তুলনায় সবচেয়ে দরিদ্র।

এ প্রদেশে ২০২৪ সালে খাইবার পাখতুনখাওয়ার মতো অন্যান্য অঞ্চলেও সশস্ত্র সন্ত্রাসীদের হামলায় ৩৮৩ সেনা ও ৯২৫ সন্ত্রাসী নিহত হন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে