ঢাকা, রবিবার, ২ ফেব্রুয়ারি ২০২৫, ১৯ মাঘ ১৪৩১

শ্রীলংকাকে গুঁড়িয়ে অস্ট্রেলিয়ার রেকর্ড জয়

২০২৫ ফেব্রুয়ারি ০১ ১৭:১২:৩২
শ্রীলংকাকে গুঁড়িয়ে অস্ট্রেলিয়ার রেকর্ড জয়

ডুয়া ডেস্ক : গল টেস্টে শ্রীলংকাকে ইনিংস ও ২৪২ রানের বিশাল ব্যবধানে হারিয়ে অস্ট্রেলিয়া রেকর্ড গড়েছে। এটি শ্রীলংকার বিপক্ষে অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় জয়। এর আগে ২০১২ সালে অস্ট্রেলিয়া ইনিংস ও ২০১ রানে জয় লাভ করেছিল। শুধু শ্রীলংকার বিপক্ষেই নয়, এশিয়ার কোনো দলের বিপক্ষে সদ্য শেষ হওয়া গল টেস্ট অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় জয়।

তার আগে ১৯৯৮ সালে কলকাতার ইডেন গার্ডেন্সে ভারতের বিপক্ষে ইনিংস ও ২১৯ রানে জয় পেয়েছিল অস্ট্রেলিয়া। টেস্টে এর চেয়ে বড় হার নেই শ্রীলংকার। এর আগে লংকানরা ২০১৭ সালে ভারতের বিপক্ষে নাগপুরে, ইনিংস ও ২৩৯ রানে হেরে যায়।

গল টেস্টের প্রথম ইনিংসে উসমান খাজার ২৩২ রানের ডাবল সেঞ্চুরি, অধিনায়ক স্টিভ স্মিথের ১৪১ ও জশ ইংলিসের ১০২ রানের সেঞ্চুরির সাহায্যে অস্ট্রেলিয়া ৬ উইকেটে ৬৫৪ রান করে ইনিংস ঘোষণা করে। জবাবে ব্যাটিংয়ে নেমে শ্রীলংকা ৫২.২ ওভারে ১৬৫ রানে অলআউট হয়। ম্যাথু কুনম্যান ৬৩ রানে ৫ উইকেট এবং নাথান লিয়ন ৫৭ রানে ৩ উইকেট নেন।

ফলোঅন এড়াতে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমেও শ্রীলংকার বিপর্যয় ঘটে। ম্যাথু কুনম্যান আর নাথান লিয়নের ঘূর্ণি বলে বিভ্রান্ত হয়ে দ্বিতীয় ইনিংসে ৫৪.৩ ওভারে ২৪৭ রানে অলআউট হয় শ্রীলংকা। কুনম্যান ও লিয়ন ৪টি করে উইকেট ভাগাভাগি করেন। অস্ট্রেলিয়া ইনিংস ২৪২ রানে জয় লাভ করে। দলের জয়ে দুই ইনিংস মিলে ৯ উইকেট শিকার করে ম্যাচ সেরা হন্য ম্যাথু কুনম্যান।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে