ঢাকা, রবিবার, ২ ফেব্রুয়ারি ২০২৫, ১৯ মাঘ ১৪৩১

ঢাকাকে হারিয়ে প্লে-অফ নিশ্চিত করল খুলনা

২০২৫ ফেব্রুয়ারি ০১ ১৬:৫১:২২
ঢাকাকে হারিয়ে প্লে-অফ নিশ্চিত করল খুলনা

ডুয়া নিউজ: প্লে-অফের টিকিট নিশ্চিত করতে এবং বিদায় এড়াতে আজকের ম্যাচ খুলনা টাইগার্সের জন্য ছিল এক বড় চ্যালেঞ্জ। তবে চাপের মধ্যে দারুণ পারফর্ম করে জয় ছিনিয়ে এনেছেন দলটি।

শনিবার (১ ফেব্রুয়ারি) ঢাকা খুলনাকে ১২৪ রানের লক্ষ্য দেয় ব্যাটিংয়ের পর। মেহেদি হাসান মিরাজের ৫৫ বলের অপরাজিত ৭৪ রানে ভর করে ১৯ বল এবং ৬ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে খুলনা। এই পারফরম্যান্সের জন্য ম্যাচসেরা হয়েছেন মিরাজ।

সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি খুলনার। ইনিংসের প্রথম ওভারেই মোহাম্মদ নাঈম ৩ বলে শূন্য রান করে সাজঘরে ফিরে যান। আফিফ হোসেনও তার পর ব্যর্থ হন। তবে এক প্রান্ত আগলে রেখে মিরাজ দলকে এগিয়ে নিয়ে যান। তিনি ৩৩ বলেই ফিফটি পূর্ণ করেন। তার সঙ্গে ভালো সঙ্গ দেন অ্যালেক্স রোস, যিনি ১৯ বলে ২২ রান করে আউট হন। এরপর বোসিস্টো ২০ বলে ১৮ রান করার পর তিনি আউট হলেও মিরাজের ৭৪ রানে খুলনা ১৯ বল এবং ৬ উইকেট হাতে রেখে জয় পায়।

ঢাকা ক্যাপিটালসের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেন মোস্তাফিজুর রহমান, এছাড়া রহমত আলী একটি উইকেট নেন।

এর ফলে ৬ উইকেটের এই জয়ে খুলনা টাইগার্স ১২ পয়েন্ট নিয়ে গ্রুপ পর্ব শেষ করেছে। সমান ১২ পয়েন্ট নিয়ে রাজশাহীও রয়েছে, তবে নেট রানরেটে এগিয়ে থাকায় শেষ চারে জায়গা পেয়েছে খুলনা। এলিমিনেটর ম্যাচে টাইগার্সদের প্রতিপক্ষ হতে পারে রংপুর রাইডার্স অথবা চিটাগাং কিংস।

এর আগে, টস জিতে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করেন লিটন কুমার দাস এবং তানজিদ তামিম। তবে লিটন ১০ বলে ১০ রান করে ক্যাচ আউট হন। আফিফ ৮ বলে ৩ রান করে আউট হন। এরপর, তামিম এক প্রান্ত আগলে ৩৭ বলে ৫৮ রান করেন। কিন্তু ফরমানুল্লাহ (৫) এবং থিসারা (শূন্য) আউট হয়ে যাওয়ায় তামিমও ইনিংস বড় করতে পারেননি। এরপর সাব্বির রহমানের সঙ্গে ব্যাট চালাতে থাকেন রিয়াজ হাসান। তবে শেষদিকে রিয়াজ ৫ রান করে আউট হলে মেহেদী রানার ১৩ রানে ঢাকাকে ১২৩ রানের লড়াকু পুঁজি পর্যন্ত পৌঁছাতে সাহায্য করেন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে