ঢাকা, রবিবার, ২ ফেব্রুয়ারি ২০২৫, ১৯ মাঘ ১৪৩১

সরকারি প্রতিষ্ঠানে ‘ডিপসিক’ নিষিদ্ধ করল তাইওয়ান

২০২৫ ফেব্রুয়ারি ০১ ১৬:৩৪:৪৯
সরকারি প্রতিষ্ঠানে ‘ডিপসিক’ নিষিদ্ধ করল তাইওয়ান

ডুয়া ডেস্ক: তাইওয়ানের সরকার তাদের সব সরকারি প্রতিষ্ঠানগুলোর জন্য চীনের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) কোম্পানি ডিপসিকের পণ্য ব্যবহার নিষিদ্ধ করেছে। শুক্রবার দেশটির ডিজিটাল অ্যাফেয়ার্স বিষয়ক মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ডিপসিক চীনা কোম্পানি হওয়ায় তাইওয়ানের সরকারি কর্মকর্তা-কর্মীদের জন্য এর পণ্য ব্যবহার করা নিরাপদ নয়, কারণ এতে গুরুত্বপূর্ণ সরকারি তথ্য চীনে পাচার হওয়ার ঝুঁকি রয়েছে।

এই নিষেধাজ্ঞা সরকারি সব দপ্তর, স্কুল, কলেজ, শিক্ষাকেন্দ্র এবং রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে কার্যকর হবে। এছাড়া যেসব স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান সরকারি তহবিল গ্রহণ করে, সেসব প্রতিষ্ঠানও এর আওতায় থাকবে।

ডিপসিকের কৃত্রিম বুদ্ধিমত্তার চ্যাটবট সম্প্রতি বিভিন্ন দেশে আলোড়ন সৃষ্টি করেছে। তাদের নতুন মডেল, আর-১, বাজারে আসার পর এনভিডিয়া কোম্পানির মার্কেট ভ্যালু প্রায় ৬০০ বিলিয়ন ডলার কমে গেছে। এআই খাতে ডিপসিকের প্রভাব নিয়ে বিস্তর আলোচনা শুরু হয়েছে, কারণ তারা দাবি করেছে, তাদের মডেল তৈরি করতে মাত্র ৬ মিলিয়ন ডলার খরচ হয়েছে, যা অন্যান্য কোম্পানির তুলনায় অনেক কম।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ডিপসিকের চ্যাটবট কিছু ক্ষেত্রেই চ্যাটজিপিটির সমান দক্ষতা দেখিয়েছে। ওপেনএআইয়ের প্রধান স্যাম আল্টম্যানও ডিপসিকের প্রশংসা করেছেন, বিশেষ করে এর সস্তা দাম এবং মানুষের জন্য সেবা প্রদানের সক্ষমতার জন্য।

ডিপসিক দাবি করেছে, তাদের মডেলটি তৈরি করতে মাত্র ২ হাজার বিশেষায়িত চিপের প্রয়োজন, যেখানে অন্য চ্যাটবটগুলোর জন্য ১৬ হাজার চিপ প্রয়োজন হয়।

সূত্র: তাইওয়ান টাইমস

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

তথ্য প্রযুক্তি এর সর্বশেষ খবর

তথ্য প্রযুক্তি - এর সব খবর



রে