ঢাকা, সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

বিশ্ব ইজতেমায় বাদ আসর হবে যৌতুকবিহীন বিয়ে

২০২৫ ফেব্রুয়ারি ০১ ১৩:২৫:১৬
বিশ্ব ইজতেমায় বাদ আসর হবে যৌতুকবিহীন বিয়ে

ডুয়া ডেস্ক: টঙ্গীর তুরাগ তীরে লাখো মানুষের জিকির আসকার ও তসবিহ পাঠের ধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে। আজ (শনিবার) বাদ ফজর আমবয়ানের মাধ্যমে শুরু হয়েছে এবারের বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় দিন। বাদ আসর অনুষ্ঠিত হবে যৌতুকবিহীন বিয়ের বিশেষ আয়োজন।

রেওয়াজ অনুযায়ী, বিয়ের জন্য হবু দম্পতির নাম তালিকাভুক্তির কাজ চলছে সকাল থেকেই। যা চলবে আসর নামাজের আগ পর্যন্ত। একবার নাম তালিকাভুক্ত হওয়ার পরে বর-কনের অভিভাবকদের জন্য একটি সিরিয়ালের টোকেন দেওয়া হয়। সবকিছু ঠিকঠাক হলে বয়ান মঞ্চ থেকেই বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হবে।

নিয়ম অনুযায়ী, কনের অনুপস্থিতিতে বর-কনের অভিভাবক এবং বর উপস্থিত থাকবেন। তাদের জন্য বিয়ের আগে এবং পর বয়ান ও মোনাজাত অনুষ্ঠিত হবে যা নব দম্পতির সুখ-সমৃদ্ধির জন্য প্রার্থনা করা হবে। এর পরে বর-কনের অভিভাবকরা দর্শকদের মাঝে খেজুর বিতরণ করবেন। "মোহর ফাতেমী" অনুযায়ী এ বিয়েতে মোহরানা ধরা হয় দেড়শ’ তোলা রূপা বা এর সমমূল্যের অর্থ।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বাদ মাগরিব ভারতের মাওলানা ইব্রাহিম দেওলার আম বয়ানের মাধ্যমে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার ৫৮তম জমায়েত। শুরায়ে নিজামের প্রথম পর্বের তিন দিনের এই ইজতেমায় লাখো মুসল্লি অংশগ্রহণ করেছেন। শুক্রবার (৩১ জানুয়ারি) অনুষ্ঠিত দেশের বৃহৎ জুমার জামাতে মুসল্লিদের ব্যাপক উপস্থিতি দেখা যায়।

আয়োজকরা জানান, এবারের বিশ্ব ইজতেমা দুই ধাপে অনুষ্ঠিত হবে। প্রথম ধাপ ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত এবং এতে অংশগ্রহণ করবেন ৪১ জেলা ও ঢাকার একাংশের মুসল্লিরা। এর পরবর্তী ধাপ ৩ ফেব্রুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। যেখানে ২২ জেলা ও ঢাকার বাকি অংশের মুসল্লিরা অংশ নেবেন। দুই ধাপের আখেরি মোনাজাত যথাক্রমে ২ ফেব্রুয়ারি ও ৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে