ঢাকা, রবিবার, ২ ফেব্রুয়ারি ২০২৫, ১৯ মাঘ ১৪৩১

সাঈদীর মৃত্যু নিয়ে যা বললেন মিজানুর রহমান আজহারী

২০২৫ ফেব্রুয়ারি ০১ ১১:০৫:৫৫
সাঈদীর মৃত্যু নিয়ে যা বললেন মিজানুর রহমান আজহারী

ডুয়া ডেস্ক: জনপ্রিয় ইসলামী বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারী সম্প্রতি দেশে ফিরে এসে একের পর এক তাফসির মাহফিলে বক্তৃতা দিচ্ছেন। এর অংশ হিসেবে শুক্রবার (৩১ জানুয়ারি) চট্টগ্রামের এক মাহফিলে বক্তব্য প্রদানকালে তিনি ইসলামী বক্তা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যু সম্পর্কে মন্তব্য করেন। তিনি প্রশ্ন তোলেন এই মৃত্যু স্বাভাবিক ছিল নাকি মেডিকেল কিলিং ছিল?

আজহারী বলেন, আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী ধর্মীয় শিরক ও বিদআতের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিয়েছিলেন এবং ইসলামকে বিজয়ী হিসেবে প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। তার মৃত্যু আমাদের সকলকে কাঁদিয়েছে।

তিনি আরও বলেন, দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত করা প্রয়োজন এবং জাতির সামনে প্রতিবেদন প্রকাশ করা উচিত। আজহারী উল্লেখ করেন, আল্লামা সাঈদী অধিকার ও ন্যায়ের পক্ষে ছিলেন এবং রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন।

মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অন্তর্বর্তী সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। মাহফিলটি অধ্যক্ষ মুহাম্মদ তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা সাইয়্যেদ আনোয়ার হোসেন তাহের জাবিরী আল মাদানী।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সারাদেশ এর সর্বশেষ খবর

সারাদেশ - এর সব খবর



রে