ঢাকা, রবিবার, ২ ফেব্রুয়ারি ২০২৫, ১৯ মাঘ ১৪৩১

ঘন কুয়াশায় ফেরি চলাচল বন্ধ, ঝুঁকি নিয়ে ট্রলারে চলছে পারাপার

২০২৫ ফেব্রুয়ারি ০১ ১০:১৪:০৫
ঘন কুয়াশায় ফেরি চলাচল বন্ধ, ঝুঁকি নিয়ে ট্রলারে চলছে পারাপার

ডুয়া নিউজ: রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে ঘন কুয়াশায় ফেরি চলাচল বন্ধ থাকার কারণে কিছু অসাধু ব্যক্তি ঝুঁকি নিয়ে ট্রলারে যাত্রী ও মোটরসাইকেল পারাপার করছে। শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে ফেরি বন্ধ থাকলেও স্থানীয়রা বলেন, রাত ১২টা থেকে ফেরি চলাচল বন্ধ থাকায় অনেকে ট্রলারে পারাপার করছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, এ সময় কিছু ব্যক্তি অতিরিক্ত ভাড়া নিয়ে যাত্রী ও মোটরসাইকেল পারাপার করছে। চার কিলোমিটার নদীপথ পাড়ি দিতে যাত্রীদের কাছ থেকে ১০০-২০০ টাকা এবং মোটরসাইকেল পারাপারে ৪০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে। যদিও বিআইডব্লিউটিসির জ্যেষ্ঠ কর্মকর্তারা কুয়াশায় ফেরি বন্ধ থাকার কারণে দুর্ঘটনার আশঙ্কা জানান।

দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক এনামুল হক বলেন, কুয়াশার মধ্যে ট্রলারে যাত্রী পারাপারে নিষেধাজ্ঞা রয়েছে। তবে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই অভিযুক্তরা পালানোর চেষ্টা করছে। আইনশৃঙ্খলা রক্ষার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং ভবিষ্যতে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে।

এ ধরনের কার্যকলাপের ফলে দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে এবং নৌ-পুলিশকে পরিস্থিতির নিয়ন্ত্রণে আরো কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হচ্ছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সারাদেশ এর সর্বশেষ খবর

সারাদেশ - এর সব খবর



রে