ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

বাংলাদেশের সঙ্গে অসম চুক্তি প্রসঙ্গে যা বললো ভারত

২০২৫ জানুয়ারি ৩১ ২১:৩৪:৫১
বাংলাদেশের সঙ্গে অসম চুক্তি প্রসঙ্গে যা বললো ভারত

ডুয়া ডেস্ক: বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পাদিত চুক্তিগুলোকে দুই দেশের পারস্পরিক নিরাপত্তা ও বাণিজ্যের প্রধান ভিত্তি হিসেবে উল্লেখ করেছেন ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তিনি আশা প্রকাশ করেছেন যে বাংলাদেশ সরকার এসব চুক্তির প্রতি যথাযথ শ্রদ্ধাবোধ বজায় রাখবে।

শুক্রবার (৩১ জানুয়ারি) এক সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে তিনি বলেন, চলতি মাসের মাঝেমধ্যে নয়াদিল্লিতে বিএসএফ এবং বিজিবির মধ্যে মহাপরিচালক পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। এ প্রসঙ্গে তিনি বলেন, “আমরা আশা করি সব চুক্তির প্রতি বাংলাদেশের শ্রদ্ধা থাকবে। কারণ এগুলো দুই দেশের সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ ভিত্তি তৈরি করে।”

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর সীমান্ত ইস্যুতে কিছু চুক্তি ‘অসম’ বলে মন্তব্যের প্রসঙ্গে রণধীর বলেন, আগামী ১৭-২০ ফেব্রুয়ারি নয়াদিল্লিতে সীমান্তরক্ষী বাহিনীর ডিজি পর্যায়ে একটি বৈঠক অনুষ্ঠিত হবে। এ বৈঠকে সীমান্ত সংক্রান্ত সব বিষয়ে আলোচনা করা হবে। তিনি জানিয়েছেন, এসব চুক্তি ভারতে ও বাংলাদেশের মধ্যে পারস্পরিক নিরাপত্তা, বাণিজ্য এবং অবকাঠামো উন্নয়নে সহায়তা করে।

এছাড়া পাকিস্তানি সামরিক প্রতিনিধিদলের বাংলাদেশ সফর সম্পর্কিত এক প্রশ্নের জবাবে তিনি জানান, ভারত তাদের পার্শ্ববর্তী সব বিষয়ের প্রতি লক্ষ্য রাখে এবং সময়মতো যথাযথ ব্যবস্থা গ্রহণ করে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে