ঢাকা, রবিবার, ২ ফেব্রুয়ারি ২০২৫, ১৯ মাঘ ১৪৩১

তিতুমীর কলেজের অনশনরতদের ১ জনকে আশঙ্কাজনক অবস্থায় ঢামেকে ভর্তি

২০২৫ জানুয়ারি ৩১ ২১:০২:১৩
তিতুমীর কলেজের অনশনরতদের ১ জনকে আশঙ্কাজনক অবস্থায় ঢামেকে ভর্তি

ডুয়া নিউজ: সরকারি তিতুমীর কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণা করার দাবিতে অনশনরত এক শিক্ষার্থী গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। বাংলা বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী রানা আহমেদকে আজ শুক্রবার (৩১ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) পাঠানো হয়েছে।

তিনি বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর আবারও অনশন শুরু করেন। যার ফলে আজ তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন।

আন্দোলনরত শিক্ষার্থী হাবিবুল্লাহ রনি জানিয়েছেন, "রানা আহমেদ গুরুতর অসুস্থ হওয়ায় আমরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি। আমাদের মধ্যে এখনও পর্যন্ত ১০ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। রাষ্ট্র যতক্ষণ আমাদের দাবি মেনে না নেবে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।"

শিক্ষার্থীরা ২৯ জানুয়ারি বুধবার থেকে ‘তিতুমীর বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে আমরণ অনশন’ কর্মসূচি শুরু করেছেন। তারা তাদের ৭ দফা দাবি জানিয়েছেন। যার মধ্যে উল্লেখযোগ্য হলো-

১. রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে তিতুমীর বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ক্যালেন্ডার প্রকাশ করা।২. তিতুমীর বিশ্ববিদ্যালয় প্রশাসন গঠন করে ২০২৪-২৫ সেশনের ভর্তি কার্যক্রম পরিচালনা করা।৩. শতভাগ শিক্ষার্থীর আবাসন ব্যবস্থা নিশ্চিত করা; অন্যথায় আবাসিক খরচের ব্যবস্থা করা।৪. ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে আন্তর্জাতিক মানসম্পন্ন আইন ও সাংবাদিকতা বিষয় সংযোজন করা।৫. অ্যাকাডেমিক কার্যক্রম পরিচালনার জন্য যোগ্যতাসম্পন্ন পিএইচডিধারী শিক্ষক নিয়োগ দেওয়া।৬. শিক্ষার গুণগতমান বাড়াতে আসন সংখ্যা সীমিত করা এবং আন্তর্জাতিক মানের গবেষণাগার নির্মাণের জন্য জমি ও আর্থিক বরাদ্দ নিশ্চিত করা।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

স্কুল-কলেজ এর সর্বশেষ খবর

স্কুল-কলেজ - এর সব খবর



রে