ঢাকা, বুধবার, ১২ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

জানুয়ারিতে ডেঙ্গুতে প্রাণ গেল ১০ জনের

২০২৫ জানুয়ারি ৩১ ২০:৪২:৪৭
জানুয়ারিতে ডেঙ্গুতে প্রাণ গেল ১০ জনের

ডুয়া ডেস্ক: চলতি বছরের জানুয়ারিতে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১০ জনের মৃত্যু হয়েছে এবং ১,১৬১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। যা স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

নিহত ১০ জনের মধ্যে ঢাকা দুই সিটি করপোরেশনের সাতজন রয়েছেন। তাদের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনে একজন এবং দক্ষিণে ছয়জন মারা গেছেন। অন্য মৃতরা ঢাকা সিটির বাইরের অঞ্চল থেকে আসা। হাসপাতালে ভর্তি হওয়া ১,১৬১ জনের মধ্যে ৪২১ জনই ঢাকা সিটি থেকে। বাকি আক্রান্তরা দেশের বিভিন্ন হাসপাতালগুলোতে চিকিৎসা নিচ্ছেন।

২০২৪ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৫৭৫ জনের মৃত্যু ঘটেছে। যার মধ্যে সবচেয়ে বেশি ২৩৯ জন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মারা গেছেন। ঢাকা উত্তর সিটিতে মৃত্যুর সংখ্যা ১০৪।

গত ২০২৩ সালে দেশে ডেঙ্গু রোগে আক্রান্ত ১ লাখ ১ হাজার ২১৪ জন হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সেখানেও সবচেয়ে বেশি ভর্তির ঘটনা ঘটে ঢাকা উত্তর সিটি করপোরেশনে। যেখানে ২১ হাজার ২৫৪ জন ডেঙ্গু রোগী ভর্তি হন। ঢাকা দক্ষিণ সিটির হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ১৭ হাজার ৮৭৯ জন রোগী।

এছাড়া ২০২৩ সালে দেশের ইতিহাসে ডেঙ্গুতে সর্বোচ্চ ৩ লক্ষ ২১ হাজার ১৭৯ জন আক্রান্ত হয়েছিলেন এবং এই রোগে ১,৭০৫ জনের মৃত্যু হয়।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

স্বাস্থ্য এর সর্বশেষ খবর

স্বাস্থ্য - এর সব খবর