ঢাকা, সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

চাকরিচ্যুত পুলিশ সদস্যদের উদ্দেশ্যে সদর দপ্তরের বার্তা

২০২৫ জানুয়ারি ৩১ ১৯:৫২:৩৮
চাকরিচ্যুত পুলিশ সদস্যদের উদ্দেশ্যে সদর দপ্তরের বার্তা

ডুয়া ডেস্ক : চাকরি ফিরে পেতে আন্দোলন করছেন বিগত সরকারের আমলে চাকরিচ্যুত পুলিশ সদস্যরা। পুলিশ সদর দপ্তর তাদেরকে রাস্তা অবরোধ করে জনদুর্ভোগ সৃষ্টি না করার আহ্বান জানিয়ে বলেছে, চাকরিচ্যুত পুলিশ সদস্যদের আবেদনের যাচাই-বাছাই চলছে।

শুক্রবার (৩১ জানুয়ারি) পুলিশ সদর দপ্তরে থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়েছে, বিগত সরকারের সময় চাকরিচ্যুত ১ হাজার ৫২২ পুলিশ সদস্যের আবেদন পুলিশ হেডকোয়ার্টারে গৃহীত হয়েছে। আবেদনকারীদের মধ্যে কনস্টেবল ১ হাজার ২৫ জন, নায়েক ৭৯ জন, এএসআই ও এটিএসআই ১৮০ জন, এসআই, সার্জেন্ট ও টিএসআই ২০০ জন, ইন্সপেক্টর ১০ জন এবং নন-পুলিশ সদস্য ২৮ জন রয়েছেন।

আরও বলা হয়েছে, আবেদনকারীদের চাকরিতে পুনর্বহাল সংক্রান্ত আবেদনগুলো পর্যালোচনার লক্ষ্যে ডিআইজির নেতৃত্বে গঠিত কমিটি কাজ করছে। আবেদন পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই-বাছাই করা হচ্ছে। তারা রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন কিনা, সেটি খতিয়ে দেখা হচ্ছে। তবে, এও দেখা যাচ্ছে, ফৌজদারি, আর্থিক, নৈতিক স্খলন, আচরণগত এবং বিভাগীয় শৃঙ্খলাভঙ্গজনিত অপরাধেও চাকরিচ্যুত হয়েছেন অনেকে।

পুলিশ সদর দপ্তরে থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তাদের অনেকের আবেদন প্রশাসনিক ট্রাইবুনাল বা প্রশাসনিক অ্যাপিলেড ট্রাইবুনালের অধীনেও বিচারাধীন রয়েছে। চাকরিচ্যুত পুলিশ সদস্যরা যাতে ন্যায়বিচার পান, সে জন্য পুলিশ হেডকোয়ার্টার্স কাজ করছে।

সবশেষ বুধবার (২৯ জানুয়ারি) পুলিশ হেডকোয়ার্টার্সের সামনে মানববন্ধন করেছেন চাকরিচ্যুত পুলিশ সদস্যরা। এছাড়া সড়ক অবরোধ করেও অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন তারা।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে