ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

গেল বছর দুবাই বিমানবন্দর রেকর্ড সংখ্যক যাত্রী সামলেছে

২০২৫ জানুয়ারি ৩১ ১৯:২২:৫৭
গেল বছর দুবাই বিমানবন্দর রেকর্ড সংখ্যক যাত্রী সামলেছে

ডুয়া ডেস্ক: ২০২৪ সালের গোটা বছরে দুবাইয়ের আন্তর্জাতিক বিমানবন্দর (ডিএক্সবি) মোট ৯ কোটি ২০ লাখ যাত্রীকে পরিষেবা প্রদান করেছে, যা এর আগে কখনোই হতে দেখা যায়নি। এই তথ্য বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করেছেন দুবাইয়ের আমির শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতোম।

দুবাই সংযুক্ত আরব আমিরাতের সাতটি অঙ্গরাজ্যের মধ্যে একটি। যা প্রায় দুই দশক ধরে বিশ্বের অন্যতম অর্থনৈতিক কেন্দ্র এবং পর্যটন গন্তব্য হিসেবে পরিচিত। এই কারণে এখানে সারাবছর ভ্রমণকারীর অবিরাম প্রবাহ থাকে।

বিশেষ করে বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ এশিয়ার বিভিন্ন দেশের যাত্রীরা যখন ইউরোপ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং কানাডায় যাতায়াত করেন তখন তারা সাধারণত দুবাই বিমানবন্দরকে যাত্রাবিরতির জন্য বেছে নেন।

যাত্রীদের এই চাপ সামলানোর লক্ষ্যে, শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতোম গত বছর একটি নতুন বিমানবন্দর নির্মাণের অনুমোদন দিয়েছেন। 'আল মাকতোম ইন্টারন্যাশনাল' নামের এই বিমানবন্দরটি ১২ হাজার ৮০০ কোটি দিরহামে (৩ হাজার ৪৮৫ কোটি ডলার) নির্মিত হচ্ছে। নির্মাণ শেষ হলে এটি হবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর যা ডিএক্সবির আকারের পাঁচগুণ এবং ২৬ কোটি যাত্রীকে পরিষেবা দিতে সক্ষম হবে।

তথ্য : রয়টার্স

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে