ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

ভারতে ২৭ বাংলাদেশি নাগরিক গ্রেফতার

২০২৫ জানুয়ারি ৩১ ১৯:১০:০৬
ভারতে ২৭ বাংলাদেশি নাগরিক গ্রেফতার

ডুয়া ডেস্ক : ভারতের সর্বদক্ষিণের রাজ্য কেরালার বন্দরশহর কোচি শহরে রাতভর অভিযান চালিয়ে মোট ৫৪ জনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। অবৈধভাবে বসবাসের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে ২৭ জন বাংলাদেশের নাগরিক বলে জানা গেছে। খবর এএনআইয়ের।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাতভর অভিযান চালিয়ে কেরালা পুলিশ এবং ভারতের কেন্দ্রীয় সরকারের পুলিশের অ্যান্টি টেরোরিজম স্কোয়াডের কর্মকর্তা ও সদস্যরা তাদের গ্রেফতার করেছে। কোচি শহরটি কেরালার এরনাকুলাম জেলার অন্তর্গত।

শুক্রবার এক ব্রিফিংয়ে জেলার প্রধান পুলিশ কর্মকর্তা বৈভব সাক্সেনা সাংবাদিকদের বলেন, গতকাল কোচি শহরে রাতভর অভিযান চালিয়ে মোট ৫৪ জনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। থানায় আসার পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আমরা জানতে পেরেছি যে তাদের মধ্যে ২৭ জন বাংলাদেশের নাগরিক।

তিনি বলেন, অভিযুক্ত এই ২৭ জনের মধ্যে অনেকের কাছ থেকে বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র ও জন্ম সনদ জব্দ করা হয়েছে, দু’জনের কাছ থেকে বাংলাদেশের পাসপোর্টও উদ্ধার করা হয়েছে; কিন্তু কেউই ভারতে বসবাস সংক্রান্ত কোনো বৈধ নথি দেখাতে পারেননি। ইতোমধ্যে গ্রেফতারদের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

সম্প্রতি ভারতের বিভিন্ন রাজ্যে অবৈধভাবে বসবাসরত বাংলাদেশিদের বিরুদ্ধে অভিযান চলছে। শুক্রবার ভোরে ভারতের মহারাষ্ট্র রাজ্যের ভারসোভা এলাকায় দুই বাংলাদেশিকে গ্রেফতার করেছে মহারাষ্ট্র পুলিশ।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে