ঢাকা, রবিবার, ২ ফেব্রুয়ারি ২০২৫, ১৯ মাঘ ১৪৩১

যে কারণে নারী কর্মীদের মালয়েশিয়ায় না যেতে অনুরোধ করলো হাইকমিশন

২০২৫ জানুয়ারি ৩১ ১৮:৫৪:৩৮
যে কারণে নারী কর্মীদের মালয়েশিয়ায় না যেতে অনুরোধ করলো হাইকমিশন

ডুয়া ডেস্ক: মালয়েশিয়ায় কাজের উদ্দেশ্যে গিয়ে নারীরা বিভিন্ন প্রতারণার শিকার হচ্ছেন, এই কারণে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বাংলাদেশ হাইকমিশন কুয়ালালামপুরে সাধারণ কর্মী হিসেবে বাংলাদেশি নারীদের মালয়েশিয়ায় না যাওয়ার আহ্বান জানিয়েছে।

শুক্রবার (৩১ জানুয়ারি) হাইকমিশনের একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশের নারী কর্মীদের মালয়েশিয়ায় নেওয়ার জন্য বর্তমানে দেশটির সরকারের সঙ্গে কোনো চুক্তি নেই। তবুও কিছু সংঘবদ্ধ প্রতারক চক্র নারীদের বিভিন্নভাবে কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিচ্ছে এবং নিয়মবহির্ভূতভাবে ট্যুরিস্ট ও অন্যান্য ভিসায় নারীদের মালয়েশিয়ায় নিয়ে যাচ্ছেন।

এ ধরনের কর্মকাণ্ড নারীদের জন্য আর্থিক ও মানসিক ক্ষতির কারণ হতে পারে এবং এর ফলে মালয়েশিয়ায় বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক মনোভাবের সৃষ্টি হতে পারে। তাই বাংলাদেশ সরকারের পক্ষ থেকে মালয়েশিয়া ও বাংলাদেশ সরকারের মধ্যে নারী কর্মী সংক্রান্ত চুক্তি বা সমঝোতা স্মারক স্বাক্ষর না হওয়া পর্যন্ত বাংলাদেশি নারীদের মালয়েশিয়া না যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে