ঢাকা, সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

কাল পর্দা উঠছে প্রাণের বইমেলার

২০২৫ জানুয়ারি ৩১ ১৮:৫১:৫৪
কাল পর্দা উঠছে প্রাণের বইমেলার

ঢাবি প্রতিনিধি : আগামীকাল শনিবার শুরু হচ্ছে অমর একুশে বইমেলা, যেখানে এবার তুলে ধরা হবে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের নানা দিক। থাকবে জুলাই চত্বরও। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বইমেলার উদ্বোধন করবেন।

শুক্রবার (৩১ জানুয়ারি) বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যান ঘুরে দেখা যায়, স্টল সাজানোর শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে, যদিও অধিকাংশ স্টলের কাজ এখনও শেষ হয়নি। শ্রমিকরা হাতুড়ি-পেরেক, রং-তুলি নিয়ে স্টল সাজানোর কাজে ব্যস্ত। কেউ তাকে তাকে সাজাচ্ছেন বই।

এবারের বইমেলায় বাড়ানো হয়েছে স্টলের সংখ্যা। বইয়ের মানের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম।

তিনি বলেন, যদিও সম্প্রতি মব কালচার নিয়ে কিছু ঘটনা ঘটেছে, তবে বইমেলায় অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পর্যাপ্ত প্রস্তুতি নেওয়া হয়েছে। আর বিগত কয়েক বছরের তুলনায় বাণিজ্যিক হবে এবারের মেলা–এমনটাই প্রত্যাশা প্রকাশকদের।

এদিকে নাশকতার শঙ্কা না থাকলেও মেলার নিরাপত্তা ঘিরে সতর্ক পুলিশ। শুক্রবার সকালে মেলার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা দেখতে আসেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তিনি জানান, চব্বিশ ঘণ্টাই বিশেষ নজরদারির আওতায় থাকবে পুরো এলাকা।

‘জুলাই গণ–অভ্যুত্থান: নতুন বাংলাদেশ বিনির্মাণ’ প্রতিপাদ্য নিয়ে আজ ১ ফেব্রুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত বইমেলা খোলা থাকবে। ছুটির দিনে মেলা চলবে সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত। ২১ ফেব্রুয়ারি সকাল ৮টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চলবে।

এবারের বইমেলায় মোট ৭০৮টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নেবে। এর মধ্যে বাংলা একাডেমি প্রাঙ্গণে ৯৯টি এবং সোহরাওয়ার্দী উদ্যান অংশে ৬০৯টি। মোট প্যাভিলিয়ন থাকবে ৩৭টি। এর মধ্যে বাংলা একাডেমি প্রাঙ্গণে ১টি এবং সোহরাওয়ার্দী উদ্যান অংশে ৩৬টি থাকবে।অমর একুশে বইমেলায় লিটল ম্যাগাজিন চত্বর সোহরাওয়ার্দী উদ্যানের উন্মুক্ত মঞ্চের কাছাকাছি গাছতলায়। সেখানে প্রায় ১৩০টি লিটলম্যাগকে স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। এবারের মেলায় শিশুচত্বরে মোট ৭৪টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।

বইমেলার উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক। স্বাগত বক্তব্য দেবেন বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম। শুভেচ্ছা বক্তব্য দেবেন প্রকাশক প্রতিনিধি মো. রেজাউল করিম বাদশা।

মেট্রোরেলের কারণে এবারের বইমেলায় প্রবেশ ও বাহির পথে কিছু পরিবর্তন আনা হয়েছে বলে জানায় বাংলা একাডেমি। মেলায় চারটি প্রবেশপথ থাকবে টিএসসি, দোয়েল চত্বর, এমআরটি বেসিং প্ল্যান্ট এবং ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের দিক দিয়ে। খাবারের স্টলগুলো থাকছে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের দিকে। শিশুদের জন্য এবারও থাকছে আলাদা ‘শিশু চত্বর’, যেখানে তারা অবাধ ঘুরতে এবং বই সংগ্রহ করতে পারবে।

বইমেলার সার্বিক নিরাপত্তার দায়িত্বে থাকবে বাংলাদেশ পুলিশ, র‍্যাব, আনসার ও বিভিন্ন গোয়েন্দা সংস্থা। নিশ্ছিদ্র নিরাপত্তার জন্য মেলা এলাকাজুড়ে বসানো হয়েছে তিন শতাধিক ক্লোজ সার্কিট ক্যামেরা। মেলাপ্রাঙ্গণ ও আশপাশের এলাকায় পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখা হবে। পলিথিন ও ধূমপানমুক্ত রাখতে মেলায় কঠোর নির্দেশনা জারি করা হয়েছে এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে প্রতিদিন পানি ছিটানো ও মশক নিধনের ব্যবস্থা নেওয়া হবে।

এবারের বইমেলাকে পরিবেশবান্ধব করতে সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ব্যবহার পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে। স্টল, মঞ্চ, ব্যানার, লিফলেট, ফাস্ট ফুড দোকান ও অন্যান্য জায়গায় পরিবেশবান্ধব উপকরণ যেমন- পাট, কাপড় ও কাগজ ব্যবহারের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে