ঢাকা, রবিবার, ২ ফেব্রুয়ারি ২০২৫, ১৯ মাঘ ১৪৩১

ইসলাম ধর্ম গ্রহণ করলেন ক্রীড়া সাংবাদিক ও বিশ্লেষক দেব চৌধুরী

২০২৫ জানুয়ারি ৩১ ১৮:১৭:৪৫
ইসলাম ধর্ম গ্রহণ করলেন ক্রীড়া সাংবাদিক ও বিশ্লেষক দেব চৌধুরী

ডুয়া ডেস্ক: জনপ্রিয় ক্রীড়া সাংবাদিক ও ক্রিকেট বিশ্লেষক দেব চৌধুরী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। শুক্রবার (৩১ জানুয়ারি) রাজধানীর দারুসসালাম শাহী মসজিদে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। জুমার নামাজ শেষে তাকে কালিমা শাহাদাহ পাঠ করান মসজিদের খতিব জনপ্রিয় ইসলামিক স্কলার আবদুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ।

ইসলাম ধর্ম গ্রহণের পর দেব চৌধুরী বলেন, আমি সম্পূর্ণ স্বেচ্ছায় আজ ইসলাম ধর্ম গ্রহণ করছি। ধর্মান্তরিত হওয়ায় উপস্থিত মুসল্লিরা তাকে ইসলামের ছায়াতলে স্বাগত জানান। অনেকেই তাকে আলিঙ্গন করেন এবং উপহার হিসেবে ফুল ও পোশাক দেন।

দেব চৌধুরী জানান, কোরআনের বাংলা অনূদিত তিনটি কপি তার ঘরে রয়েছে। তিনি বলেন, আমি আরবি পড়তে পারি না। অন্যদিকে ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য যখন দেব চৌধুরীকে ফোন করা হয়, তখন তিনি জানান, জি, আলহামদুলিল্লাহ, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। সবাই আমার জন্য দোয়া করবেন।

মূলত দেব চৌধুরীকে ইসলামে স্বাগত জানিয়েছেন বাংলাদেশের প্রথিতযশা ক্রিকেটার শাহরিয়ার নাফিস। তিনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট দিয়েছেন। সেখানে তিনি লিখেছেন, আল্লাহ আপনাকে কবুল করুন। আল্লাহ আপনাকে আপনার পথচলা সহজ করে দিন। আল্লাহ আপনার জ্ঞান বৃদ্ধি করে দিন। আমিন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে