ঢাকা, রবিবার, ২ ফেব্রুয়ারি ২০২৫, ১৯ মাঘ ১৪৩১

বাণিজ্য মেলায় শেষ মুহূর্তে দর্শকদের উপচেপড়া ভিড়

২০২৫ জানুয়ারি ৩১ ১৮:১৫:৩৫
বাণিজ্য মেলায় শেষ মুহূর্তে দর্শকদের উপচেপড়া ভিড়

ডুয়া ডেস্ক : ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার ২৯তম আসরের শেষ দিনে দর্শনার্থীদের ব্যাপক ভিড় দেখা গেছে। শুক্রবার (৩১ জানুয়ারি) বিকেলে পূর্বাচলে মেলার প্রবেশপথ ও আশপাশের সড়কে মানুষের দীর্ঘ সারি ছিল। ১ জানুয়ারি শুরু হওয়া মাসব্যাপী এই মেলার পর্দা নামছে আজ।

মেলার শেষদিকে মূল্য ছাড় এবং অপ্রত্যাশিত ডিসকাউন্টের কারণে ক্রেতা ও দর্শনার্থীদের সংখ্যা বেড়েছে। ৩১ জানুয়ারি মেলার শেষ দিন হওয়ায়, বিশেষ করে ছুটির দিনে দর্শনার্থীদের ভিড় ছিল বেশি।

মেলা প্রাঙ্গণে প্রবেশ করতেই নানা বয়সী হাজারো মানুষের ভিড় দেখা গেছে, যেখানে ঠেলাঠেলি করে চলাচল করতে হচ্ছিল। মাইকে মেলা-সম্পর্কিত নানা তথ্য শোনা যাচ্ছিল। বিশেষ করে গৃহস্থালি পণ্য, খাবার, ইলেকট্রনিকস, ক্রোকারিজসহ সব পণ্যে অফার থাকায় দর্শনার্থীরা নানা পণ্য কিনে বাড়ি ফিরছিলেন।

দেশি-বিদেশি হরেক পণ্যের মেলায় মানুষ এসেছেন রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে। অনেকে এসেছেন সপরিবারে। ক্রেতা-দর্শনার্থীরা হুমড়ি খেয়ে পড়েছিলেন পছন্দের পণ্যের স্টলে। স্টলে স্টলে দেখা গেল বিক্রেতা ও ক্রেতার মধ্যে দর-কষাকষী।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্যমতে, বাণিজ্যমেলার এবারের আসরে ৩৪৩টি দেশি-বিদেশি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। যার মধ্যে বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তান, তুরস্ক, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও হংকংয়ের ১১টি প্রতিষ্ঠান রয়েছে।

মেলায় আগত একজন ক্রেতা বলেন, আজ মেলায় স্বাভাবিকভাবেই অনেক ভিড়। তবে আগারগাঁও যখন মেলা হতো তখন ব্যাপারটাই অন্যরকম ছিল। যদিও এখানেও খারাপ না। বিদেশি স্টলের সংখ্যা বাড়ানো হলে আরও বেশি মানুষ আসবে বলে আমি মনে করি।

বিকেল ৪টায় আনুষ্ঠানিকভাবে মেলার সমাপ্তি ঘোষণার কথা থাকলেও মেলা চলবে রাত ১০টা পর্যন্ত। গত ১ জানুয়ারি পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বাণিজ্যমেলার উদ্বোধন করেন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে