ঢাকা, সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

বিশ্ব ইজতেমার প্রথম দিনে ৩ মুসল্লির মৃত্যু

২০২৫ জানুয়ারি ৩১ ১৮:০৭:২০
বিশ্ব ইজতেমার প্রথম দিনে ৩ মুসল্লির মৃত্যু

ডুয়া নিউজ: গাজীপুরের টঙ্গীতে তুরাগ তীরে বিশ্ব ইজতেমার প্রথম দিনের সকালে তিন মুসল্লির মৃত্যুর খবর পাওয়া গেছে। শুক্রবার (৩১ জানুয়ারি) গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপির) গোয়েন্দা বিভাগ থেকে এ তথ্য জানানো হয়।

নিহতদের মধ্যে আমিরুল ইসলাম (৪০), আবদুল কুদ্দুস গাজী (৬০) এবং সাবেদ আলী (৭০) রয়েছেন। এর মধ্যে আবদুল কুদ্দুস ইজতেমা ময়দানে ও বাকি দুজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

বৃহস্পতিবার মাগরিবের পর আম বয়ান দিয়ে বিশ্ব ইজতেমা শুরু হয়। দেশের বিভিন্ন জেলা থেকে মুসল্লিরা ইজতেমা মাঠের ৬৮টি খিত্তায় অবস্থান করছেন। ইজতেমা ও জুম্মার নামাজ উপলক্ষে বিপুলসংখ্যক মুসল্লির আগমন ঘটেছে; আশপাশের এলাকার সঙ্গে পাঁচ লাখ মুসল্লি এতে অংশগ্রহণ করেছেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপির) গোয়েন্দা বিভাগের তথ্য অনুযায়ী, ৪৬টি দেশের বিদেশি মুসল্লি এবারের প্রথম পর্বের ইজতেমায় উপস্থিত রয়েছেন।

ইজতেমা মাঠের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও র‌্যাবের নিয়ন্ত্রণ কক্ষ এবং নজরদারি টাওয়ার স্থাপন করা হয়েছে। সিসি ক্যামেরার মাধ্যমে মনিটরিং করা হচ্ছে। এছাড়াও ইজতেমা আয়োজক কমিটির নিজস্ব ব্যবস্থাপনায় প্রায় ১০,০০০ স্বেচ্ছাসেবক নিয়োজিত রয়েছেন।

উল্লেখ্য, এবারের ইজতেমার প্রথম পর্বটি দুই ভাগে অনুষ্ঠিত হবে। প্রথম ধাপ ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি এবং দ্বিতীয় ধাপ ৩ ফেব্রুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। প্রথম ধাপে ৪১টি জেলা এবং ঢাকার কিছু অংশ অংশগ্রহণ করবে। অপরদিকে দ্বিতীয় ধাপে ২২টি জেলা ও ঢাকার বাকি অংশ অংশগ্রহণ করবে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে